দেশনিউজ

করোনা ভাইরাসকে ‘মহামারী’ ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার 

Advertisement

সারা বিশ্বে দ্রুত গতিতে বেড়ে চলেছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। কার্যত মহামারির আকার ধারণ করেছে তা। ফলে বাধ্য হয়েই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ‘এপিডেমিক’ স্তর থেকে উত্তীর্ণ হয়ে করোনা ভাইরাস এখন ‘প্যান্ডেমিক’ স্তরে এসে পৌঁছেছে। করোনা ভাইরাস থেকে ছড়িয়ে পড়া রোগ কোভিড ১৯ -এর প্রকোপে ব্যাপক হারে মানুষের মৃত্যু হওয়ায়, তাকে কার্যত মহামারির আখ্যা দেওয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম বুধবার জেনেভায় এক সাংবাদিক সম্মেলনে জানান, ‘এই ভাইরাস দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ায় এবং মৃতের সংখ্যা অকল্পনীয় হয়ে ওঠায়, এর ভয়াবহতা নিয়ে আমরা উদ্বিগ্ন। আক্রান্তের সংখ্যা এত দ্রুত বেড়ে চলেছে যে আমরা এ বিষয়ে চিন্তিত হয়ে পড়েছি। যে কারণে সব দিক খতিয়ে দেখে কোভিড ১৯ মহামারির আকার ধারণ করেছে বলা চলে।’

আরও পড়ুন : করোনা ভাইরাসে আক্রান্ত অস্কারপ্রাপ্ত হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস

গত বছর ডিসেম্বরে চিনে প্রথম দেখা গেলেও এই ক’মাসে সারা পৃথিবী জুড়ে ভয়ঙ্কর ত্রাসের সৃষ্টি করেছে করোনা ভাইরাস। ইতিমধ্যে প্রায় ১১৪ টি দেশে তার প্রভাব দেখিয়েছে এই মারণ ভাইরাস। ৪০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাস থেকে ছড়ানো রোগে। যার সিংহভাগ চিনের অধিবাসী। এরপরই রয়েছে ইতালি ও ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রেও এই ভাইরাসের প্রকোপে মৃতের সংখ্যা বাড়ছে। ভারতে ইতিমধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্তের সংখ্যা ৬০ ছাড়িয়ে গিয়েছে।

Related Articles

Back to top button