বিশ্ব জুড়ে করোনার সংক্রমণ প্রতিদিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তার ফলে অনেক দেশের গবেষকরা নোভেল করোনা ভাইরাসকে নিয়ে রীতিমতো গবেষণা শুরু করে দিয়েছেন। কিভাবে এই ভাইরাসের কবল থেকে মানুষকে উদ্ধার করা যায় তার জন্য প্রতিনিয়ত দিন রাত গবেষণায় ভ্যাকসিন তৈরির নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে গোটা বিশ্বের বিজ্ঞানীরা। তবে সব আশায় জল ঢেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা World Health Organisation জানিয়েছে, করোনা এমন এক ভাইরাস যার ভ্যাকসিন কোনোদিন বেরোতে নাও পারে।
যদিও সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলতি বছরের শেষের দিকে হয়তো তাঁরা করোনার টিকা আবিস্কার করতে পারবেন। এছাড়া বিশ্বের অনেক দেশই সম্প্রতি এই দাবী করেছে। তবে সেসব আশার আলোতে জল ঢেলে অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন হু-এর করোনা ভাইরাস গবেষণার অন্যতম নেতা ডেভিড নাবারো। তিনি বলেছেন, ‘আমরা বেশ কিছু রোগের ভ্যাকসিন এখনো আবিস্কারের অক্ষম হয়েছি। তার মধ্যে নোভেল করোনা ভাইরাস অন্যতম। এছাড়া HIV ও AIDS-এরও টিকা আবিস্কারে আমরা ব্যর্থ হয়েছি। সেরকমই হয়তো নোভেল করোনা ভাইরাসটির প্রতিষেধক কোনোদিন আবিস্কার নাও হতে পারে।’
তিনি এবিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করে আরও বলেছেন, যদিও কোনো ভ্যাকসিন তৈরিও হয় তবুও একটা সন্দেহ থেকেই যায়। কারন যে ভ্যাকসিনটি তৈরি হবে তা মানব শরীরের পক্ষে ইতিবাচক সাড়া দেবে কিনা সেই নিয়ে সংশয় রয়েছে। তাই ডেভিড নাবারো বলেছেন, যদি করোনার প্রতিষেধকটি সমস্ত রকমের পরীক্ষায় ইতিবাচক ফল দেয় বা সেটি মানব শরীরে প্রয়োগের ফলে যদি কোনো সাইড এফেক্ট না আসে তার আগে পর্যন্ত সেই ভ্যাকসিনটি ব্যবহারের জন্য সঠিক বলে ধরা হবে না।