Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আবির, অনির্বাণ নাকি যীশু – আপনার কাছে সেরা ব্যোমকেশ কে?

Updated :  Saturday, August 29, 2020 2:38 PM

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তৈরী ব্যোমকেশ বক্সীর আবির্ভাব হয় সত্যান্বেষী গল্পে। এরপর থেকেই বাঙালি মনে ব্যোমকেশ অনেকটা জায়গা জুড়ে থেকে যায়। তাঁর প্রত্যেকটা গল্পের সিরিজ হিট এবং এই ব্যোমকেশের চরিত্রে কে না অভিনয় করেননি বলুন তো? সেই মহানায়ক উত্তম কুমার কে দিয়ে বাংলা চলচিত্রে প্রবেশ করেছে এই সত্যান্বেষী। সত্য অনুসন্ধান করে যার নেশা ও পেশা, সেই ব্যোমকেশের চরিত্র বরাবর বাঙালি মনে আবেগের সাথে জড়িয়ে রয়েছে। বহু প্রতিভাবান অভিনেতা এই চরিত্রে প্রাণদান করেছে। ব্যোমকেশের ভূমিকায় বেশ সফল ছিলেন উত্তমকুমার, এরপর সেই চরিত্রে দেখা যায় রজিত, সৌমিত্র চট্টোপাধ্যায়, যীশু, সুশান্ত সিং রাজপূত, আবির চট্যোপাধ্যায়, এবং সর্বশেষ অনির্বাণ কে। আহা অনির্বাণ ভট্টাচার্য হলেন এই যুগের সেরা ক্রেজ। পুরো টলিউড যেন একই দাপিয়ে বেড়াচ্ছেন এই সাদাসিধে অভিনেতা।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি ব্যোমকেশ বক্সী, যার আবির্ভাব হয় ১৯৩২ সালে। এরপর থেকেই যাত্রা শুরু হয় জোর কদমে। তাই ওটিটি প্যালটফর্ম গুলো ব্যোমকেশকে নিয়ে বিভিন্ন ওয়েব সিরিজ তৈরী করেছে। যেখানে ব্যোমকেশের চরিত্রটি প্লে করেছেন বাঙালির হার্টথ্রব অনির্বাণ ভট্টাচার্য। সম্প্রতি অনির্বান ভট্টাচার্যর ফ্যান ক্লাব ফেসবুকে একটি ছবি পোস্ট করে, যেখানে তিন ব্যোমকেশ একই ফ্রেমে বন্দি। লেখা ছিল তিন ব্যোমকেশ একই ফ্রেমে বন্দী ❤️ কোন ব্যোমকেশ কে তোমাদের বেশি পছন্দ ❤️ কমেন্টের তালিকা লম্বা চওড়া। কারোর পছন্দ আবির তো কারোর যীশু। তবে বাঙালির হার্টথ্রব অনির্বান কয়েকটা ভোটে এগিয়েই রয়েছেন বইকি।

আপনাদের জন্য রইলো কয়েকটি স্ক্রিনশট।

আবির, অনির্বাণ নাকি যীশু - আপনার কাছে সেরা ব্যোমকেশ কে?
আবির, অনির্বাণ নাকি যীশু - আপনার কাছে সেরা ব্যোমকেশ কে?