করোনা নিয়ে বহুবার নানা রকম আশঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু এবার করোনা সংক্রমণ প্রসঙ্গে স্বস্তির কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্বস্তির কথা হল, তাঁরা দাবি করছেন যে যাদের করোনা উপসর্গ নেই কিংবা মৃদু উপসর্গ রয়েছে, তাদের থেকে করোনা সংক্রমণের হার খুব কম। তাঁদের কাছে যা তথ্য রয়েছে সেখানে উপসর্গহীন রোগীদের থেকে করোনা ছড়ানোর সম্ভাবনা খুবই বিরল।
WHO-র প্রধান মারিয়া ভন কেরকোভ সোমবারের এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে তাদের কাছে থাকা সমস্ত তথ্যের মধ্যে যে সব রোগীর শরীরে করোনা উপসর্গ নেই, সেই রোগীদের থেকে করোনা উপসর্গ ছড়ানোর সম্ভাবনা খুব কম। প্রায় বিরল সম্ভাবনা। এর আগে বহুবার এই করোনাতে উপসর্গহীন রোগীদের থেকে বিপদের সম্ভাবনা প্রবল ছিল। কারণ কোনো উপসর্গ না থাকায় বুঝতে সমস্যা হত। তবে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার বৈঠকের পর স্বস্তির বার্তা দিয়েছেন।
তবে স্বস্তির কথা শোনালেও WHO -র ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রিএসুস ফের আশঙ্কার কথা জানিয়েছেন। গত দশ দিনের মধ্যে ৯ দিনই আক্রান্তের সংখ্যা ১ লক্ষের বেশি হয়েছে। ল্যাটিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলি থেকেই এই সংক্রমণের হার বেশি বাড়ছে। কারণ এই অনুন্নত দেশগুলির স্বাস্থ্য ব্যবস্থা একদম ঠিক নয়। তাই এই দেশগুলির বর্তমান পরিস্থিতির থেকে ভবিষ্যতেও আরও অবস্থার অবনতি হবে বলে তিনি মনে করছেন।