গবেষণায় জানা গিয়েছে, পুরুষ এবং মহিলাদের মধ্যে করোনার প্রভাব বেশি পড়ছে পুরুষদের শরীরে। অবশ্য তার পেছনে রয়েছে বেশ কিছু খারাপ কারণ। ভারতের যা পরিস্থিতি তাতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সারা বিশ্বে এখন করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। আর তার মাঝেই প্রতিদিন নতুন নতুন গবেষণায় চিন্তা বাড়ছে আম জনগনের।
সম্প্রতি, ইএসসিএমআইডি কনফারেন্সে একটি নতুন গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে করোনায় আক্রান্ত মহিলাদের থেকে করোনায় আক্রান্ত পুরুষের মৃত্যুর সম্ভাবনা প্রায় ৬২ শতাংশ বেশি। প্রথম সমস্যা হল হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ বা লিভারের সমস্যা বয়স্ক মহিলাদের থেকে বয়স্ক পুরুষদের শরীরে বেশি থাকে এটি করোনার ক্ষেত্রে কো-মর্বিডিটি হিসেবে কাজ করে।
মহিলাদের থেকে যে কোনও বয়সের পুরুষদেরই হৃদরোগে এবং লিভার সিরোসিস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দ্বিতীয় কারণ হল শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়া। এর মাত্রা কমে গেলে একটি ভাইরাল ইনফেকশনও হয়, যা পুরুষদের এই সেক্স হরমোনকে কমিয়ে দেয়। এছাড়াও টেস্টোস্টেরন রোগপ্রতিরোধ প্রক্রিয়ার সঙ্গে জড়িত। এমনকি টেস্টোস্টেরনের মাত্রা কমলে শ্বাসযন্ত্রে সংক্রমণের সম্ভাবনা দেখা যায়।
মহিলাদের থেকে পুরুষদের মধ্যে স্মোকিংয়ের অভ্যাস বেশি তাই মহিলাদের তুলনায় পুরুষদেরই করোনা আক্রান্ত হয়ে মরার সম্ভাবনা বেশি। এমনকি পুরুষ দেহে অ্যানজিওটেনসিনের মতো এনজাইম বেশি থাকে। এটি করোনা ভাইরাসকে শরীরের সুস্থ কোষগুলিকে সংক্রমিত করতে সাহায্য করে।