মা হওয়ার অনুভূতি সে এক বিরাট অনুভূতি যা কখনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। একমাত্র যে নারী মা হয়েছে সেই বুঝবে এই সময়ের অভিজ্ঞতা। যে নারী মা হচ্ছেন সেই নারী তার সন্তানের প্রথম লাথি খাওয়া টি সে কখনো ভুলবে না। সে এক অপূর্ব অনুভূতি যা কখনো কোন ভাষাতে বা কোন শব্দ হতে বর্ণনা দেওয়া সম্ভব নয়। গর্ভাবস্থায় থাকাকালীন ওই নয় মাসের সময় এটি প্রতিটি নারীর কাছে স্বর্গতুল্য তার কারণ তার সন্তানের একদম ছোট থেকে বেড়ে ওঠা পর্যন্ত এবং তার পৃথিবীর আলো দেখা পর্যন্ত যে সময়টা তার সত্যিই এক অভূতপূর্ব সময়।
সেই সময় বাচ্চাদের প্রতিটি অ্যাক্টিভিটি মাকে প্রচন্ড উৎসুক করে তোলে। আমাদের এই প্রতিবেদন আপনাদের এটাই জানাবে বাচ্চা দিল লাথি মারার বিষয়ে কিছু অবাক করা তথ্য: –
১) গর্ভাবস্থায় থাকাকালীন আপনার শিশু যদি আপনার পেটে লাথি মারে তাহলে জানবেন আপনার বাচ্চা সুস্থ এবং স্বাভাবিক ভাবে বড়ো হচ্ছে। এবং লাথি মারার আরেকটি কারণ হিসেবে ধরে নেয়া যায় শিশুটির ব্যস্ততা।
২) গর্ভাবস্থায় থাকাকালীন আপনি যদি বাম দিক করে শোন তাহলে দেখবেন আপনার শিশু বেশি পরিমাণে পেটে লাথি মারছে এর কারণ হলো আপনার শরীরে সেই সময় রক্ত সঞ্চালন ক্ষমতা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায় যার কারণে আপনার শিশুর ও চলাফেরা করা বেড়ে যায়।
৩) গর্ভবতী থাকাকালীন আপনি একটু লক্ষ্য করে দেখবেন আপনি যদি ভারী কোন খাবার গ্রহণ করছেন তাহলে আপনার শিশু আপনাকে বেশি পরিমাণে পেটে লাথি মারছে।