Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভেঙে পড়া অর্থনীতি প্রসঙ্গে নীরব কেন প্রধানমন্ত্রী? জামিনের পর প্রথম সাংবাদিক সম্মেলনেই আক্রমণ প্রাক্তন অর্থমন্ত্রীর

দিল্লি : সুপ্রিমকোর্টের কড়া নির্দেশ জামিনের পর সাংবাদিকদের সামনে আইএনএক্স মিডিয়া মামলা নিয়ে কোন প্রতিক্রিয়া দেওয়া চলবে না। তাই ১০৬ দিন পর শর্তসাপেক্ষে জামিন পেয়ে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম কংগ্রেসের…

Avatar

দিল্লি : সুপ্রিমকোর্টের কড়া নির্দেশ জামিনের পর সাংবাদিকদের সামনে আইএনএক্স মিডিয়া মামলা নিয়ে কোন প্রতিক্রিয়া দেওয়া চলবে না। তাই ১০৬ দিন পর শর্তসাপেক্ষে জামিন পেয়ে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম কংগ্রেসের সদর দপ্তরে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশের ভেঙে পড়া অর্থনীতি নিয়ে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

গতকালই শর্তসাপেক্ষে জামিন পেয়ে তিহার জেল থেকে ফিরেছেন তিনি। এদিনই মুখ খুললেন দেশের অর্থনীতি নিয়ে। প্রাক্তন অর্থমন্ত্রী কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন, ‘দেশের অর্থনীতি ক্রমশ ভেঙে পড়ছে। অথচ, প্রধানমন্ত্রী অদ্ভূত ভাবে নিশ্চুপ।’ অন্যান্য মন্ত্রীরা দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে যে সব যুক্তি দিচ্ছেন তা হাস্যকর বলে উল্লেখ করেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এ বিষয়ে তিনি বলেন, ‘অর্থবর্ষের ৭ মাস অতিক্রান্ত হলেও এখনও কোন সঠিক দিশা দেখাতে পারছেন না অর্থমন্ত্রক। বদলে যা যুক্তি দেওয়া তা ভুল ও হাস্যকর।’ ক্রমহ্রাসমান জিডিপি নিয়েও কেন্দ্রকে এদিন আক্রমণ করেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। অর্থনীতির এই হালের জন্য প্রধানমন্ত্রীর ভ্রান্ত জিএসটি নীতি, কর সন্ত্রাস, নোটবন্দিকে দায়ী করেন তিনি।

About Author