দেশনিউজ

‘মুসলিম সম্প্রদায়ের মানুষকেই কেন ভারত থেকে বহির্ভূত করা হবে’? অমিত শাহকে প্রশ্ন কংগ্রেস নেতার

Advertisement

কেন্দ্রের নয়া নাগরিকত্ব আইন নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস দলের প্রবীণ নেতা পি চিদম্বরম। গত রবিবার কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এই সফর ঘিরে ছিল জল্পনা তুঙ্গে। একাধিক বাঁধা বিপত্তির পর তিনি পৌঁছন শহীদ মিনারে। সেখানে সিএএ-এর আইনের সমর্থনে ছিল জনসভা। সেই জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, নয়া নাগরিকত্ব আইনের দ্বারা কেউ ক্ষতিগ্রস্থ হবেন না, কাউকে ভয় পেতেও হবে না। সংখ্যালঘুদের কোনো কাগজ দেখাতে হবে না। এই আইনের দ্বারা কেউ প্রভাবিত হবে না।

এই কথার পাল্টা যুক্তি তুলেছেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। তিনি বলেন, এই আইনের দ্বারা যদি সংখ্যালঘুরা প্রভাবিত না হন তবে এই আইনটিকে সাংসদে পাশ করা হলো কেন আর কেনই বা তাকে আইনে পরিনত করা হল। এই আইনের দ্বারা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষকেই কেন ভারত বহির্ভূত করা হবে। এই আইন দ্বারা যদি কেউ প্রভাবিত না হন তবে সরকার এটিকে আইনে পরিনত কেন করলেন বলে দাবী করছেন কংগ্রেস প্রবীণ নেতা।

আরও পড়ুন : কলকাতার রাস্তায় ‘গোলি মারো’ স্লোগান, গ্রেফতার ৩ বিজেপি কর্মী

গত রবিবার সিএএ সমর্থন সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বাংলার মানুষ যদি আগামী পাঁচ বছর নরেন্দ্র মোদীকে সময় দেন তবে তিনি পশ্চিমবঙ্গকে ‘সোনার বাংলা’ উপহার দেবেন। এরপর তিনি বলেন, সিএএ আইনের দ্বারা কেউ প্রভাবিত হবেন না। কারোর দুশ্চিন্তার কোনো কারন নেই। সরকার সবাইকে নিয়েই চলবে। তাই সংখ্যালঘুদের কপাল ভাজের কোনো কারন নেই বলে দাবী করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Related Articles

Back to top button