পিন কোড সব সময় আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। অনলাইনে কিছু অর্ডার করা থেকে শুরু করে জরুরী চিঠি আনা নেওয়া করার জন্য প্রতিদিন পিন কোড ব্যবহার করতে হয় আমাদের। কিন্তু আপনারা কি জানেন পিনকোডে কেন ছয়টি নম্বর ব্যবহার করা হয়? প্রথমে পিন কোড এর ফুল ফর্ম বা পুরো কথাটি জেনে নেওয়া দরকার। এর পুরো কথাটি হল পোস্টাল ইনডেক্স নম্বর। আমরা সাধারণত পোস্টাল ইনডেক্স নম্বর দিয়ে কোন জিনিসের ডেলিভারি পাওয়ার চেষ্টা করে থাকি।
পিন কোড হল একটি ছয় সংখ্যার কোড যেটি কোন একটি নির্দিষ্ট ঠিকানাকে চিহ্নিত করে থাকে। ১৯৭২ সালে ১৫ই আগস্ট ভারতের প্রথমবারের জন্য পিন কোড চালু হয়। এর মধ্যে ৯ সংখ্যাটি নির্ধারিত থাকে সেনাবাহিনীর পোস্টাল অ্যাড্রেসের জন্য। এবার ধরে নেওয়া যাক একটি এলাকার পিনকোড হল ৭০০১২৬। এবার আমরা ভেঙ্গে ভেঙ্গে এটিতে দেওয়া নির্দেশিকা বোঝার চেষ্টা করব।
প্রথমে, এখানে ৭ সংখ্যাটি কোন একটি নির্দিষ্ট অঞ্চল বা রিজিয়নকে চিহ্নিত করে। এরপর দ্বিতীয় সংখ্যা অর্থাৎ প্রথম দুটি সংখ্যা মেলালে যে সংখ্যা পাওয়া যায় সেটি হল ৭০। এটি একটি সাব রিজিয়নকে চিহ্নিত করে। এবার প্রথম তিনটি সংখ্যা মিলিয়ে যে সংখ্যাটি পাওয়া যায় অর্থাৎ ৭০০, সেটি কোন একটি জেলাকে বা এলাকাকে চিহ্নিত করে। এবার আসে শেষ তিনটি সংখ্যা। এক্ষেত্রে বলা চলে শেষ তিনটি সংখ্যা একটি পোস্ট অফিস বা পোস্টাল এরিয়াকে চিহ্নিত করে। এই সংখ্যা বিচার করেই আগত মেইল বা চিঠিকে আলাদা আলাদা পোস্ট অফিসে পাঠানো হয়।