দিল্লি বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে আম আদমি পার্টি। আজ সকাল থেকে ভোট গণনা শুরু হতেই দেখা যায় ৫০ এর উপরে আসনে এগিয়ে আছে অরবিন্দ কেজরিওয়ালের দল। বেলা বাড়ার সাথে সাথে দেখা যায় ৬০ এর বেশি আসনে তারা এগিয়ে গেছে। এরপরই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভোটে জেতার জন্যে দিল্লিবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর ধন্যবাদজ্ঞাপন বক্তৃতায় তিনি বলেন, ‘গজব কর দিয়া আপলোগ।’ এরপর তিনি বলেন, ‘আপনাদের সকলকে আমার ভালোবাসা।’
এই জয় ভারত মাতার জয় বলেও মন্তব্য করেন কেজরিওয়াল। তিনি আরও বলেন, ‘দিল্লিতে আজ কাজের রাজনীতির জয় হলো।’ কেজরিওয়াল তার টুইটারে এদিন জয়ের পর দিল্লিবাসীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘দিল্লীবাসীকে ধন্যবাদ পরপর তিনবার তাদের ছেলেকে ভরসা করার জন্যে। এই জয় সেইসব পরিবারের জয় যাদের ঘরে বিদ্যুৎ আছে, জল আছে, যাদের সন্তানেরা আজ দিল্লির স্কুলে পড়াশোনা করছে।’ তিনি বলেন, ‘দিল্লিতে আজ এক নতুন রাজনীতির জন্ম হলো আর তা হলো কাজের রাজনীতি। যে কাজ করবে সে ভোট পাবে।’
আরও পড়ুন : ‘পরাজয়ে নিরাশ হয় না বিজেপি’, দিল্লিতে বিজেপি অফিসের বাইরে হোর্ডিং
ভোট প্রচারের সময় হনুমানজীর মন্দিরে গিয়ে প্রার্থনা করা নিয়ে তাকে কটাক্ষ করেছিল বিজেপি। আজ জেতার পর কেজরিওয়াল বলেন, ‘হনুমানজী মঙ্গল করেছেন। আজ মঙ্গলবার আজ ওনার পুজোর দিন। দিল্লিকে আশির্বাদ দিয়েছেন হনুমানজী। হনুমানজীকে ধন্যবাদ।’ এদিকে হার স্বীকার করে নিয়েছে বিজেপি। দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারি বলেছেন, ‘হার স্বীকার করে নিলাম। যারা আমাদের ভোট দিয়েছেন সেই দিল্লীবাসীদের অনেক ধন্যবাদ। এই ফলাফলে কর্মীদের ভেঙে না পড়ার অনুরোধ জানাবো। একসাথে সকলকে লড়াই করতে হবে।’