কলকাতা: বর্ষা বিদায় নেওয়ার পর পরই হেমন্তের হিমেল হাওয়ায় শীতের পরশ লেগেছে গোটা রাজ্যে। ভোরের দিকে হাওয়ার দাপট এতটাই যে শীত অনুভূত হচ্ছে রাজ্যবাসীর। যদিও গত দু-তিন দিন ধরে তাপমাত্রা ২০ ডিগ্রির ধারেকাছে ঘোরাফেরা করছে। কিন্তু তবুও এ বছর শীতটা তাড়াতাড়ি আসবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। তবে কালীপুজোয় শীত শীত ভাব থাকবে কিন্তু শীত পড়তে এখনও একটু দেরি আছে। তাপমাত্রা সামান্য কমলেও জাঁকিয়ে শীত এখনই নয়। বরং বেলা বাড়লে অস্বস্তি থাকবে। হাল্কা শীতের আমেজ থাকবে রাত ও সকালের দিকে। এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর৷
গতকাল, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। পারদ সামান্য নামলেও এখনই জাঁকিয়ে শীত নয় বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত চার-পাঁচ দিন ২০ ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতি, শুক্র এবং রবিবার পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এর ফলে জম্মু-কাশ্মীর, লাদাখ ও মোজাফফরপুর শনি ও রবিবার ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। এই তুষারপাতের ফলে রাজ্যে শীতল হাওয়া এলে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
সুতরাং, সব মিলিয়ে শীত এখনই পড়ছে না। এমনকি হেমন্তের হিমেল হাওয়ায় যে শীত অনুভূত হচ্ছিল, তা কালীপুজোর শুভলগ্নে কিছুটা কম অনুভব হবে বলেই মনে করা হচ্ছে। তবে প্যাচপেচে গরম না হলেও হেমন্তের হিমেল হাওয়ার অনুভব পাবে রাজ্যবাসী।