আবারো বঙ্গে জাঁকিয়ে শীত পরতে শুরু করলো এদিন থেকে। কলকাতা থেকে জেলা সব জায়গাতেই তাপমাত্রার পারদ অনেকটা নিচের দিকে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা কমে গিয়েছে এই বেশ কিছুদিন। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই শীতের আমেজ উপভোগ করা সম্ভব হবে। তবে আবার শুক্রবার থেকে শীত কমে কিছুটা গরম পড়ার সম্ভাবনা।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে ১৫ ডিগ্রী সেলসিয়াস। সকালের দিকে কলকাতার তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে প্রায় ৩ ডিগ্রী কম। অন্যদিকে, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির কাছাকাছি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রী সেন্টিগ্রেড যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী সেন্টিগ্রেড কম। তবে, গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রী সেলসিয়াস। উল্লেখ্য, পানাগড়ে সোমবার তাপমাত্রা রেকর্ড কমে নেমেছিল ৮ ডিগ্রী সেলসিয়াসে।
আজ সকাল থেকেই, কলকাতার তাপমাত্রা প্রায় নিম্নমুখী। কলকাতাসহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই পারদ অনেকটা নিচের দিকে। শীতের আমেজ মঙ্গলবারে বজায় রয়েছে বেশ ভালোভাবেই। গত শনিবার শহরের ন্যূনতম তাপমাত্রা ছিল ২২ ডিগ্রী সেলসিয়াস। এই তাপমাত্রা সোমবার গিয়ে দাঁড়ায় ১৫.৫ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার সেই ধারা বজায় রেখে তাপমাত্রা দাঁড়িয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। এরকম ভাবে চলতে থাকলে, খুব শীঘ্রই শহরের তাপমাত্রা ১৪ ডিগ্রীর নিচে যাবে বলে ধারণা আবহাওয়া দপ্তরের।
তবে আবহাওয়া দপ্তর আরব সাগর এবং বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড়ের সর্তকতা দিয়েছে ইতিমধ্যেই। বৃহস্পতিবার থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আস্তে আস্তে বাড়ছে। হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এবং লাদাখে তুষারপাতের সম্ভাবনা রয়েছে প্রবল ভাবে।