কলকাতা: মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা কমছে দক্ষিণবঙ্গে। পুজোর আগেই বর্ষা বিদায় নিয়েছে। যদিও বলা হয়েছিল পুজোর সময় বৃষ্টি হবে, তবুও বৃষ্টির হাত থেকে রক্ষা পেয়েছিল উৎসবমুখি বাঙালিরা। বর্ষা বিদায় নিতেই হেমন্তের পরশ লাগতে শুরু করে গোটা রাজ্যে। এমনকি হেমন্তের হিমেল হাওয়ায় শীতের আমেজ পাচ্ছিল গোটা রাজ্য। কিন্তু দীপাবলীর দিন থেকেই কার্যত কুড়ির ওপরে উঠে গিয়েছে রাজ্যের তাপমাত্রা আর এই মেঘলা আকাশের কারণে রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে। ফলে শীতের আমেজ আসতে কিছুটা বেগ পেতে হবে গোটা রাজ্যকে। শীতের আমেজ পাওয়ার জন্য সামনের সপ্তাহ পর্যন্ত প্রতীক্ষা করতে হবে। এদিকে স্বাভাবিকের ঠেকে আরও এক ডিগ্রি ওপরে উঠেছে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা।
কলকাতায় গতকাল, মঙ্গলবার স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি ওপরে ছিল সর্বনিম্ন তাপমাত্রা। আজ, বুধবার সকালে তাপমাত্রা হয়েছে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। এরই মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ আংশিক মেঘলা রয়েছে। যার কারণে বাড়ছে রাতের তাপমাত্রা। সঙ্গে জলীয়বাষ্পের পরিমাণ ৯০ শতাংশের উপরে উঠেছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ১ ডিগ্রি উপরে ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস।
আগামী কয়েকদিন আংশিক মেঘলা আকাশ রাজ্য জুড়ে থাকবে বলেই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। তবে উত্তরবঙ্গে ছিটে ফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে তেমন কোনও সম্ভাবনা চোখে পড়ছে না। তবে হাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে বৃষ্টি না হলে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আগামী সোমবার থেকে পরিষ্কার আকাশ হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।