এই সাল শেষ হতে চললো তার পাশাপাশি একটি দশকও শেষ হবে। তাই ক্রিকেটপ্রেমী, লেখক, পরিসংখ্যানবিদ, মিডিয়া হাউস, ক্রিকেট বিশ্লেষক এবং প্রাক্তন ক্রিকেটাররা ২০১৯ বছরের এবং ২০১০-২০১৯ দশকের জন্য নিজের নিজের সেরা একাদশ বেছে নিচ্ছেন। সম্প্রতি উইজডেন দশকের সেরা টি-টোয়েন্টি দল প্রকাশ করেছে এবং বিশ্বের সেরা কয়েকজন খেলোয়াড়কে দশকের সেরা দল গঠনের জন্য বেছে নিয়েছেন, তাদের নির্বাচনকে ঘিরে বিতর্ক করবার মতো সুযোগ রয়েছে।
উইজডেনের এই দলে রোহিত শর্মার মত ক্রিকেটারের যেমন সুযোগ হয়নি তেমনি তৃতীয় সর্বোচ্চ রান শিকারি মার্টিন গাপটিলেরও সুযোগ হয়নি। ওপেনার হিসেবে তারা বেছে নিয়েছে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও নিউজিল্যান্ডের কলিন মুনরো কে। তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার দুই অলরাউন্ডার শেন ওয়াটসন ও গ্লেন ম্যাক্সওয়েল রয়েছে এই দলে।
আরও পড়ুন : সামনেই অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ধোনির ভবিষ্যত প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়
উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে তারা স্ট্রাইক রেট বেশি হওয়ার জন্য মহেন্দ্র সিংহ ধোনির পরিবর্তে ইংল্যান্ডের জস বাটলার কে বেছে নিয়েছে। দুই স্পিনার হিসেবে আছে আফগানিস্তানের মহম্মদ নবি ও রাশিদ খান। তিনজন জোরে বোলার হিসেবে স্থান পেয়েছে ভারতের জসপ্রীত বুমরাহ, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও ইংল্যান্ডের ডেভিড বিলি।
উইজডেনের দশকের সেরা টি-টোয়েন্টি দল
অ্যারন ফিঞ্চ(অধিনায়ক), কলিন মুনরো, বিরাট কোহলি, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, জস বাটলার(উইকেট-রক্ষক), মহম্মদ নবি, ডেভিড বিলি, রশিদ খান, জসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা।