অফবিট

গ্রামের কল দিয়ে অনর্গল বেরিয়ে আসছে মদ, খুশিতে মাতোয়ারা গ্রামবাসীরা

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – ইটালির মডেনা জেলার কাছাকাছি একটি এলাকায় কল খুলতেই গলগল করে বেরিয়ে আসছে রেড ওয়াইন। করোনার জন্য গোটা বিশ্বজুড়ে কার্যত লকডাউন চলছে। ইতালির করুণ অবস্থার কথা আমরা সকলেই জানি। তবে বাড়িতে বসে কল খুলেই এমন রেড ওয়াইন পেলে কার না মনটা ভালো হয় বলুন? গ্রামবাসীদেরও একেবারে খুশিতে মনটা ডগমগ। কলে এমন জলের মতন রেডওয়াইন পড়তে দেখে গ্রামবাসীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায় সেগুলো সযত্নে রাখার জন্য। কেউ কেউ বোতলে, কেউ কেউ বালতি ভরে ভরে নিয়ে যায় রেড ওয়াইন।

তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। একটি মদ তৈরির কারখানার রিজার্ভার ট্যাংক ফুটো হয়ে গিয়ে জলের পাইপ এর সঙ্গে মিশে যায়। তার ফলেই এই বিপত্তি। তবে এই ওয়াইনের সুখ বেশিক্ষণ ভোগ করতে পারেননি তারা, কারণ সেখানকার ইঞ্জিনিয়ার খুব তাড়াতাড়ি রিজার্ভারটি মেরামতের ব্যবস্থা করেন।

করোনা ভাইরাস এর দাপটে ইতালির অবস্থা প্রায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। প্রতিদিনই কত মানুষের মৃত্যু হচ্ছে। ইতালির এক একটি শহর গলি, আনাচ-কানাচ যেন ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। ভয়ংকর পরিস্থিতিতে জলের কল থেকে রেড ওয়াইনের আনন্দ উপভোগ করেছেন গ্রামের ওই কটি বাড়ির মানুষ। কিছুক্ষণের জন্য হলেও তারা হয়তো আনন্দের মধ্যে ডুবে গিয়ে করোনার ভয়ংকর রূপটি থেকে নিজেকে সরিয়ে রাখতে পেরেছিলেন।

Related Articles

Back to top button