Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দু’বছরে সবচেয়ে বেশি দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, আমজনতার মাথায় হাত

Updated :  Friday, December 4, 2020 7:28 PM

শুক্রবার সরকারি তেল সংস্থাগুলির তরফে ফের বাড়ানো হলো পেট্রোল-ডিজেলের দাম ৷ এইদিন পেট্রোলের দাম প্রতি লিটারে বাড়ানো হয়েছে ২০ পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটারে বৃদ্ধি হয়েছে ২৩ পয়সা৷

সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে প্রতি লিটারে দাম হয়েছে ৮২.৮৬ টাকা।অন্যদিকে প্রতি লিটারে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭৩.০৭ টাকা৷ বর্তমানে মধ্যপ্রদেশেই তেলের দাম সবচেয়ে বেশি৷ মধ্যপ্রদেশে প্রতি লিটার পেট্রোলের দাম বর্তমানে ৯০.৬২ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ৮০.৮৩ টাকা৷ সমীক্ষা অনুযায়ী, গত ২৫ মাসের মধ্যে শুক্রবারের বৃদ্ধি পাওয়া তেলের দামই বর্তমানে সর্বোচ্চ৷

চলতি বছরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে এক ঐতিহাসিক পতনের সৃষ্টি হয়েছে৷ কিন্তু এই সত্বেও দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম একটুও কমেনি ৷ উল্টে কেন্দ্রীয় সরকারের তরফে প্রতি লিটার পেট্রোলের দামে ১০ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দামে ১৩ টাকা করে এক্সাইজ ডিউটি বৃদ্ধির করা হয়। ২০১৪ সালে যেখানে প্রতি লিটার পেট্রোলে ট্যাক্স ছিলো ৯.৪৮ টাকা ও প্রতি লিটার ডিজেলে ট্যাক্স ছিলো ৩.৫৬ টাকা। কিন্তু ২০১৪ এর নভেম্বর থেকে ২০১৬ এর জানুয়ারি পর্যন্ত কেন্দ্র থেকে ৯ বার ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। সাধারণত প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জানিয়ে দেয় সরকারি তেল সংস্থাগুলি৷ কিন্তু পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর উপভোক্তাদের এককথায় দ্বিগুণ দাম দিয়ে সেই তেল কিনতে হয়৷

দেখে নিন, কোন শহরে কত পেট্রোল-ডিজেলের দাম।…

দিল্লি- পেট্রোল ৮২.৮৬ টাকা, ডিজেল ৭৩.০৭ টাকা।
মু্ম্বই- পেট্রোল ৮৯.৫২ টাকা, ডিজেল ৭৯.৬৬ টাকা।
কলকাতা- পেট্রোল ৮৪.৩৭ টাকা, ডিজেল ৭৬.৬৪ টাকা।
চেন্নাই- পেট্রোল ৮৫.৭৬ টাকা, ডিজেল ৭৮.৪৫ টাকা।
নয়ডা- পেট্রোল ৮৩.০২ টাকা, ডিজেল ৭৩.৪৮ টাকা।
লখনউ- পেট্রোল ৮২.৯৪ টাকা, ডিজেল ৭৩.৪১ টাকা।
পটনা- পেট্রোল ৮৫.৪৩ টাকা, ডিজেল ৭৮.৩৬ টাকা।
চন্ডীগড়- পেট্রোল ৭৯.৭৮ টাকা, ডিজেল ৭২.৮১ টাকা।