রেলের টিকিট না কেটে ট্রেনে চড়লে, যদি ধরা পড়ে তাহলে ভারতীয় রেল জরিমানা করে, এটা সকলেরই জানা। তাও ট্রেনে টিকিট না কেটে যাতায়াত করা পাব্লিক এর সংখ্যা কম নয়। বিগত ৩ বছরে টিকিট না কেটে ট্রেনে চড়ার অপরাধের জন্য ১৩০০ কোটি টাকারও বেশি আয় করেছে ভারতীয় রেল, সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এমনটাই দেখা গিয়েছে। কেউ কেউ ভাবে ‘এই তো ক’টা স্টেশন, টিকিট না কেটেই চলে যাব।’ কিন্তু এর ফলে বেশিরভাগ মানুষই টিকিট পরীক্ষকের খপ্পরে পড়েন। আর তার ফলে দিতে হয় জরিমানা। জরিমানার ক্ষেত্রে এখন সর্বনিম্ন ২৫০ টাকা যাত্রীদের থেকে আদায় করা হয়। যদি কেউ সেই জরিমানা দিতে অস্বীকার করে, তাহলে ১৩৭ ধারায় তাকে গ্রেপ্তার করে রেল পুলিশ। এতেই লাভের মুখ দেখেছে ভারতীয় রেল। সূত্রের খবর, প্রতি বছর ৩১ শতাংশ হারে বাড়ছে এই প্রবণতা।