ভারতের অর্ধেক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার লক্ষ্যে পোস্ট অফিস নানা রকম সঞ্চয়ী পরিকল্পনা চালু করে। ২০২৩ সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মহিলাদের প্রয়োজন অনুযায়ী ‘মহিলা সম্মান সঞ্চয়ী প্রত্যয়নপত্র’ ও ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা‘ চালু করেন। এই পরিকল্পনা বিশেষভাবে মহিলাদের চাহিদা বিবেচনা করে তৈরি করা হয়েছে। দুটি প্রকল্প সমন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
সুকন্যা সমৃদ্ধি যোজনা:
১০ বছর বয়স পর্যন্ত আপনার মেয়ের জন্য ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’ এ বিনিয়োগ করেও ভালো লাভ করা যায়। এতে প্রত্যেক বছর ২৫০ টাকা থেকে ১.৫০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। প্রকল্পের অধীনে, মেয়ে ১৮ বছর বয়স পেরিয়ে যাওয়ার পরে জমাকৃত অর্থের ৫০ শতাংশ পর্যন্ত তুলতে পারে। পুরো টাকা ২১ বছর বয়সে তোলা যাবে। এই প্রকল্পে আপনি ৮ শতাংশ হারে সুদ পাবেন। এই স্কিমে বিনিয়োগ করে সেই টাকা আপনার কন্যাসন্তানের পড়াশোনা বা বিয়ের জন্য খরচ করতে পারবেন। মোদী সরকার ২০১৪ সাল থেকে এই স্কিম শুরু করেছিল।
মহিলা সম্মান সঞ্চয়ী প্রত্যয়নপত্র:
যেকোনো বয়সের মহিলা এই পরিকল্পনায় বিনিয়োগ করতে পারেন। সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ ২ লক্ষ টাকা। এই পরিকল্পনায় ২ বছরের জন্য টাকা রেখে ৭.৫০ শতাংশ নির্দিষ্ট সুদ লাভ পাওয়া যাবে। এই পরিকল্পনার অধীনে আয়কর আইনের ৮০সি ধারার অধীনে ১.৫০ লক্ষ টাকা ছাড় পাওয়া যায়। ২০২৩ সালের ডিসেম্বরে এই পরিকল্পনায় আপনি যদি ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ম্যাচিওর হওয়ার পর আপনি ২,৩২,০৪৪ টাকা পাবেন। অর্থাৎ সুদ হিসাবে পাচ্ছেন আপনি ৩২,০৪৪ টাকা।