Today Trending Newsদেশনিউজ

নৌসেনাতে স্থায়ী কমিশন পাবেন মহিলারা, রায় দিল সুপ্রিম কোর্ট

Advertisement

মঙ্গলবার সুপ্রিম কোর্ট ভারতীয় সেনাবাহিনীতে লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে বড়সড় রায় দিল। নৌবাহিনীতে মহিলা আধিকারিকদের স্থায়ী কমিশন দেওয়ার বিষয়ে শীর্ষ আদালত জানায় যে নৌসেনায় মহিলা অফিসারদের ‘পারমানেন্ট কমিশন’ না দেওয়া একপ্রকার অন্যায়। শুধুমাত্র পুরুষরাই নয় মহিলাদেরও দায়িত্ব পালনের সুযোগ দেওয়া উচিত।

উল্লেখযোগ্য ভাবে, গত ফেব্রুয়ারী মাসে ভারতের স্থলসেনার ক্ষেত্রে মহিলা অফিসারদের জন্য ‘পারমানেন্ট কমিশন’ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই রায় ঘোষণার সময় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন যে, “নিজের কাজ করার জন্য প্রত্যেক সৈনিকের শারীরিক যোগ্যতা থাকা উচিত। ২০১০ সালে ভারতীয় সেনার তিন বাহিনীতেই মহিলাদের ‘পারমানেন্ট কমিশন’ দেওয়ার যে নির্দেশ দিয়েছিল দিল্লী হাই কোর্ট, কেন্দ্রের উচিত হাইকোর্টের সেই নির্দেশ পালন করা।”

আরও পড়ুন : করোনা সংক্রমণে মৃত্যু মহারাষ্ট্রে, ভারতে মৃতের সংখ্যা বেড়ে হল ৩

“পার্মানেন্ট কমিশন’ বা স্থায়ী পদের অর্থ হল অবসর নেওয়ার নির্দিষ্ট বয়স পর্যন্ত পুরুষ সহকর্মীদের মতোই পদে বহাল থেকে দায়িত্ব পালন করা। তবে বর্তমানে নৌসেনায়, SSC বা ‘শর্ট সার্ভিস কমিশন’-এর আওতায় সব মিলিয়ে ১৪ বছর পর্যন্ত কাজ করতে পারেন মহিলা আধিকারিকরা।

Related Articles

Back to top button