যারা অফিসে চাকরি করেন এবার তাদের জন্য একটি বড় সুখবর নিয়ে আসছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা এবারে এক সপ্তাহে পাঁচ দিন এর পরিবর্তে চার দিন কাজ করতে হতে পারে কর্মীদের। অর্থাৎ একেতো কর্মদিবস কমবে, অন্যদিকে আবার আরো একদিন বেশি ছুটি নিতে পারবেন কর্মীরা। এতদিন পর্যন্ত সপ্তাহে ছুটির দিন ছিল মাত্র দু’দিন শনিবার এবং রবিবার। আর এবারে হয়তো নতুন শ্রম আইনে নিকট ভবিষ্যতে এক সপ্তাহে তিন দিন ছুটি থাকার সম্ভাবনা রয়েছে।
তবে বেতনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে চলেছে সরকারি কর্মীদের। নতুন খসড়া বিধি অনুসারে বেশিরভাগ কর্মচারীর বেতন কাঠামোর পরিবর্তন আসতে চলেছে। নিকট ভবিষ্যতে যদি নতুন আইন কার্যকর হয় তাহলে হয়তো এখন বেতন অর্থাৎ হাতে পাওয়া বেতনের পরিমাণটা একটু কমবে। অন্যদিকে বাড়বে পিএফ এবং গ্র্যাচুয়িটি বৃদ্ধির পরিমাণ। কেন্দ্রীয় সরকার এই নতুন নিয়ম কার্যকর করছে কর্মীদের অবসর জীবন সুরক্ষিত রাখার জন্য।
এছাড়াও নতুন নিয়মে কোম্পানিগুলির কস্ট টু এর পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে নতুন খসড়াতে সপ্তাহের সর্বাধিক কাজের সীমা ৪৮ ঘণ্টা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন নিয়মে দৈনিক ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করা যাবে। এছাড়া কোন সংস্থা ও কর্মচারীরা পারস্পরিক সম্মতিতে সপ্তাহে চারদিন কাজ করার সিদ্ধান্ত নিতে পারেন। তবে সে ক্ষেত্রে ওই কর্মীদের দৈনিক ১২ ঘন্টা করে কাজ করতে হবে চার দিন।
এছাড়াও ওভারটাইম এবং কাজের সময় এর ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে। নতুন আইনে দৈনিক ১২ ঘন্টা পর্যন্ত কাজ করার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়াও জানানো হয়েছে যদি ১৫ মিনিট কোন কর্মী বেশি কাজ করেন তাহলে সেটাও ওভারটাইম হিসেবে গণ্য করা হবে। এছাড়াও নতুন খসড়ায় কর্মীদের উদ্দেশ্যে একটি নতুন নিয়ম এনেছে কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছে প্রত্যেকটি কর্মীকে প্রতি পাঁচ ঘণ্টা কাজের পর ৩০ মিনিট করে বিশ্রাম দিতে হবে।