বিশ্বজুড়ে ৩৭ হাজারের বেশি মৃত্যু, সুস্থ লক্ষাধিক, আশার আলো দেখছে গোটা বিশ্ব
বিশ্ব জুড়ে ক্রমশ দাপট বাড়াচ্ছে কোভিড ১৯। ভয়াবহ করোনা ভাইরাসের সংক্রমণে দিশেহারা হয়ে উঠেছে প্রথম বিশ্বের দেশগুলো। ইতিমধ্যে ১৭৭ টি দেশে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুসারে প্রায় সাড়ে ৭ লক্ষ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস।
সারা বিশ্বে ৩৭ হাজারেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে কোভিড ১৯-এর প্রকোপে। যার ফলে ইউরোপের দেশগুলোতে একের পর এক জনপদ নিশ্চিহ্ন হয়ে গেছে। ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে এগোচ্ছে ইতালি, স্পেন, ব্রিটেন, আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো। তবে এই অসহনীয় পরিস্থিতির মধ্যেও আশা আলো দেখছেন করোনা মোকাবিলায় যুক্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
করোনা ভাইরাস বিশ্ব জুড়ে ত্রাসের সৃষ্টি করেছে। এই ভাইরাসের আতঙ্কে মৃত্যুভয় চেপে বসেছে মানুষের মনে। তবে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছেন সেরে ওঠা ব্যক্তির সংখ্যা। সাড়ে ৭ লক্ষ আক্রান্তের মধ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৬৫ হাজার ৩৮৭ জন। যা এই আতঙ্কের আবহে কিছুটা হলেও শান্তি দেবে মানুষের মনকে।
সারা বিশ্ব যখন করোনা আতঙ্কে কাঁপছে, তখন এই সংখ্যাটাই কিছুটা স্বস্তি এনে দিচ্ছে বিশ্ববাসীর মনে। হু হু করে বাড়তে থাকা আক্রান্তের সঙ্গে সুস্থ হয়ে বাড়ি ফেরা মানুষের সংখ্যার মধ্যে বিস্তর ফারাক থাকলেও করোনা ভাইরাসের আতঙ্ক থেকে বাঁচতে এই সংখ্যাকেই আশ্রয় করে এগিয়ে যেতে চাইছে বিশ্ববাসী।