বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের থাবা, ৩০০০ ছাড়ালো মৃতের সংখ্যা
চিনে সূচনা হলেও ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। জনমানবহীন আন্টার্কটিকা বাদে বাকী ছ’টি মহাদেশেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। বিশ্বের প্রায় ৫০ টি দেশে করোনা ভাইরাস আক্রান্তের খবর পাওয়া গেছে। যত দিন যাচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে পাল্লা দিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও।
ইতিমধ্যে প্রায় ৩০০০-এর বেশি মানুষ মারা গিয়েছেন করোনা ভাইরাস আক্রান্ত হয়ে। চিনেই প্রায় ২৫০০ মানুষ মারা গিয়েছেন। তবে চিনের প্রতিবেশী ১৪ টি দেশে করোনা ভাইরাসের আক্রমণের তেমন খবর পাওয়া যায়নি। বিশ্বের অন্যান্য বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন : ফের পিছিয়ে যেতে পারে ফাঁসির রায়, পবনের নতুন করে পিটিশন জারি
সংবাদসংস্থা বিবিসি সূত্রে খবর, দক্ষিণ কোরিয়া, ইরান, ইতালি প্রভৃতি দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চিনের পরে দক্ষিণ কোরিয়াতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানিয়েছে বিবিসি। সারা বিশ্বে ৮৪ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। চিনের মতোই প্রতিবেশী দেশগুলি ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় বিপাকে ইরানের জনজীবন।