চেন্নাই: ম্যাচে ক্যাচ মিস পন্থের (Rishabh Pant), আজ, শুক্রবার (Friday) শুরু হল ভারত- ইংল্যান্ড টেস্ট সিরিজের (India-England Test Series) প্রথম টেস্ট। আর এই ঘরের মাঠে প্রথম টেস্ট ম্যাচ খেলছেন এই মুহূর্তে ভারতের পেস বোলিং-এর প্রধান স্তম্ভ যশপ্রীত বুমরা (Jashprit Bumrah)। তাই এই ম্যাচ তাঁর কাছে অন্যদের থেকে এক্তু আলাদা। আর তার প্রতিফলন মাঠে যে তিনি করে দেখাবেন, সেটাই স্বাভাবিক, কিন্তু সেটা হল না উইকেটকিপার পন্থের দোষে। কারণ, দিনের প্রথম বলেই ক্যাচ ফেলেন পন্থ। আর এই নিয়েই এবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) দাবী উঠে গেল ঋদ্ধিমান সাহাকে (Wriddhaman Saha) খেলানোর।
টেস্টে ভালো ব্যাটিং করলেও কিপিং নিয়ে সমস্যা তাঁর রয়েছে প্রথম থেকেই, বিশেষে করে ভারতীও পিচে। আর আবারও সেটাই হল। সোশ্যাল মিডিয়াতে কেউ লিখেছেন, ‘শুরুতেই পন্থের ক্যাচ মিস। দারুণ ভাবে সিরিজ শুরু হল।’ কারওর মন্তব্য, ‘ক্যাচ ফেলে দেওয়ার ক্ষেত্রে পন্থ নিজেই নিজের রেকর্ড ভেঙে দেবে একদিন।’ একজন লিখেছেন, ‘পন্থ ধারাবাহিক ব্যাটসম্যান এখনও হতে পারেনি ঠিকই। কিন্তু ধারাবাহিক ভাবে ক্যাচ ফেলার ক্ষেত্রে ওর জুড়ি নেই।’ ওপর দিকে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর রুট বলেন, ‘শুরুতে ব্যাট করে এই পিচের সম্পূর্ণ ফায়দা তুলতে চাই।
প্রথম ইনিংসে বড় রান তুলে দলকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য।’ তিনি আরও বলেন ‘ভারতের মাটিতে খেলতে বরাবরই আমি পছন্দ করি। দারুণ একটা সিরিজ হবে বলেই মনে হচ্ছে। আমাাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে আর আমরা দারুণ আত্মবিশ্বাসী।’ বিরাট বলেন, ‘আমরাও টস জিতে প্রথম ব্যাটিং করার কথা ভেবেছিলাম।’
Hallmark, Glen Powell Hosts SNL And More lead Saturday’s major broadcast and streaming slate as…
Aryna Sabalenka is serving more than aces this season — she’s serving jaw-dropping bikini looks…
Model Irina Shayk drew global attention on November 15 after releasing new behind-the-scenes photos styled…
Game Of Thrones creator George R.R. Martin is once again speaking openly about his long-standing…
Former guard Kysre Gondrezick, an ex WNBA star, has made headlines after unveiling her risqué…
There’s luxurious, and then there’s Olivia Rodrigo-level luxurious. The 22-year-old pop star stunned fans at…