বাজারে এসে গেলো নতুন ৩টি ইলেকট্রিক স্কুটার, দাম কম হলেও স্পেসিফিকেশনে থাকছে চমক
এই ইলেকট্রিক স্কুটার তৈরি করেছে নয়ডার ইলেকট্রিক ভেহিকেল নির্মাতা কোম্পানি Wroley
নয়ডা স্থিত ইলেকট্রিক গাড়ির ব্র্যান্ড Wroley একসাথে তিনটি ইলেকট্রিক স্কুটি লঞ্চ করে দিয়েছে। এই তিনটি ইলেকট্রিক স্কুটারের নাম যথাক্রমে Wroley Mars, Platina , Posh। এই তিনটি একেবারে বাজেট রেঞ্জের ইলেকট্রিক স্কুটার হতে চলেছে। ৬৬,০০০ টাকার রেঞ্জ থেকে এই স্কুটারের দাম শুরু হচ্ছে এবং এই ইলেকট্রিক স্কুটার আপনাকে ৯০ কিলোমিটারের সর্বাধিক রেঞ্জ দেবে।
এই তিনটি স্কুটারে আপনি পাবেন ডিজিটাল ডিসপ্লে, রিভার্স মোড, অ্যান্টি থেফট অ্যালার্ম, পার্কিং মোড, অ্যালয় হুইল এবং ডিস্ক ব্রেকের মত অত্যাধুনিক ফিচার। বিশেষত এই তিনটি ইলেকট্রিক স্কুটার লো স্পিড ইলেকট্রিক স্কুটার এবং এর জন্য আপনাকে রেজিস্ট্রেশন করানোর দরকার নেই।
Wroley Mars দাম এবং ফিচার
এই তিনটি ইলেকট্রিক স্কুটারের মধ্যে সবথেকে সস্তা হলো এটি এবং এই ইলেকট্রিক স্কুটারের এক্স শোরুম দাম ৬৬,০০০ টাকা। এই স্কুটারে আপনারা পাচ্ছেন ৪টি রঙের বিকল্প এবং ৪০ ভোল্ট ৩০ অ্যাম্পিয়ার ব্যাটারি। সর্বাধিক চার্জ দিলে এই স্কুটার ৭৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং এই ইলেকট্রিক স্কুটারের সর্বাধিক স্পিড ২৫ কিলোমিটারের।
Wroley Platina দাম ও ফিচার
এই রেঞ্জের ইলেকট্রিক স্কুটারের মধ্যে এটি দ্বিতীয় এবং এই ইলেকট্রিক স্কুটারের দাম ৭৩,৭০০ টাকার কাছাকাছি থাকবে ( এক্স শোরুম দাম )। এখানে আপনাকে ৬০ ভোল্টের ৩০ অ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হবে। ফুল চার্জ থাকলে এই ইলেকট্রিক স্কুটার সর্বাধিক ৯০ কিলোমিটার চলতে পারবে এবং এই স্কুটারের সর্বাধিক স্পিড ২৫ কিমি প্রতি ঘন্টা।
Wroley Posh দাম ও ফিচার
এই ইলেকট্রিক স্কুটারটি কোম্পানির সবথেকে প্রিমিয়াম রেঞ্জের ইলেকট্রিক স্কুটার। এই স্কুটারের এক্স শোরুম প্রাইস ৭৮,১০০ টাকা। এই স্কুটারের লুক অনেকটাই ভেস্পা স্কুটারের মতোই। এই স্কুটারে ৬টি আলাদা আলাদা রঙের অপশন আছে এবং এই ইলেকট্রিক স্কুটারে আপনার জন্য থাকছে ৬০ ভোল্টের ৩০ অ্যাম্পিয়ার ব্যাটারী। কোম্পানি দাবি করছে, এই ইলেকট্রিক স্কুটার সর্বাধিক ৯০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে ফুল চার্জ দিলে এবং এই স্কুটারের টপ স্পিড ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।