লন্ডনে দেড় হাজার স্বেচ্ছাসেবকদের ভ্যাকসিনের ভুল ডোজ দেওয়া হয়েছে, দায় স্বীকার করল না অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকা
লন্ডন; টিকাকরণের (Vaccination) ক্ষেত্রে বড় ভুল হয়েছে লন্ডনে (Londin)। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (Oxford University) ও অ্যাস্ট্রোজেনেকার (Astrozenka) তৈরি করোনা ভ্যাকসিন (Corona Vaccine) কোভিশিল্ড (Covishield) দেওয়ার ক্ষেত্রে বড়সড় ভুল করে বসলো ব্রিটেন। জানা গিয়েছে, প্রায় দেড় হাজার স্বেচ্ছাসেবকের শরীরের ভ্যাকসিনের ভুল ডোজ প্রদান করা হয়েছে। যদিও এই ভুলের নিরিখে কোনও মৃত্যুর ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি। তবে এর দায় স্বীকার করেনি অ্যাস্ট্রোজেনেকা।
টিকাকরণ শুরুর আগে অক্সফোর্ডের পক্ষ থেকে যে চিঠি প্রকাশ্যে এসেছিল, সেই চিঠিতে সই ছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্ড্রু জে পোলার্ডের। কিন্তু তিনিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। এমনকি অক্সফোর্ড ও অ্যাস্ট্রোজেনেকা এই ভুলকে সামান্য ভুল বলেই মনে করেছে। নিজেদের দায় স্বীকার করতে নারাজ তারা।
অক্সফোর্ডের মুখপাত্র প্রিচার্ড এই দায় সেরে ফেলতে চাইছে। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘অর্ধেক ডোজ নেওয়া গ্রুপটি অপরিকল্পিত ছিল। কিন্তু ডোজের পরিমাপে ভুল ছিল, তা জানতে পেরেছিলাম। ডোজের ত্রুটি ঘটেনি। ডোজ দেওয়ার আগে এবং সেটি সংশোধন করার সময় নিয়ন্ত্রকদের সঙ্গে এই নিয়ে আলোচনা করেছি।’
প্রসঙ্গত, ব্রিটেনে ইতিমধ্যেই টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। স্বল্পমূল্যে সকলকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। যদিও সেক্ষেত্রে প্রবীণ নাগরিক ও
স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।