ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : বিভিন্ন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক উপাদানের মধ্যে হলুদ ও মধু খুবই শক্তিশালী। হলুদ ও মধু বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা হলুদ ও মধুর বিভিন্ন উপকারী দিক বিশ্লেষণ করে এটি একত্রে খাওয়ার পরামর্শ প্রদান করেছেন। প্রতিদিন এক টেবিল চামচ হলুদ গুঁড়ো সঙ্গে ১০০ গ্রাম মধু মিশিয়ে খাওয়া স্বাস্থ্যপোযোগী। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রতিদিন এই মধু ও হলুদ গুঁড়োর মিশ্রণটি খেলে এটি আপনাকে নিত্যদিনের শারীরিক সমস্যা থেকে দূরে রাখবে। এই মিশ্রণটি প্রধানত ফ্লু বা কাশির সমস্যা সমাধানে বিশেষ উপকারী। হলুদে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্ককে সচল ও স্বাস্থ্যকর রাখে। আর কাঁচা মধু বিভিন্ন রোগের জীবাণু ধ্বংসে উপশমকারী। এই মিশ্রণটি দিনে দুই থেকে তিনবার খাওয়া যায় তবে অবশ্যই সেটি আপনার শারীরিক সুবিধা বুঝে। কোন রকম শারীরিক অস্বস্তি হলে এটি তখনই খাওয়া বন্ধ করুন।
Related Articles
Navratri Vastu Tips: নবরাত্রির এই নয় দিন মেনে চলুন এই বাস্তু টোটকা, আপনার বড়লোক হওয়া আটকাতে পারবে না কেউ
October 5, 2024
Skin Care Tips: মাজিকের মতো ভ্যানিশ হবে কালো দাগ, ঘরের এই উপকরণগুলো দিয়ে প্রতিদিন করুন ত্বকে ম্যাসাজ
July 13, 2024