Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দেউলিয়ার পথে ইয়েস ব্যাংক, শেয়ার কিনবে SBI

Updated :  Saturday, March 7, 2020 8:43 AM

Yes Bank-র পরিস্থিতি যে সংকটময় তা অনেকদিন আগে থেকেই বোঝা গেছে। ব্যাঙ্কের শেয়ারের দাম কমতে কমতে আজ ১৮ টাকায় এসে দাঁড়িয়েছে। এরকম অবস্থাতে ভগবানের ভূমিকা পালন করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। RBI -এর প্রস্তাব মত SBI এই ব্যাঙ্কে টাকা দিয়ে সাহায্য করবে। RBI -এর খসড়া প্রস্তাব অনুযায়ী এই ব্যাঙ্কের শেয়ার কিনতে SBI কে লগ্নি করতে হবে ১১,৭৬০ কোটি টাকা,এরকম মত বিশেষজ্ঞদের।

RBI -এর গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন যে আমানতকারীদের চিন্তার কোনো কারণ নেই। তাদের টাকা সুরক্ষিত থাকবে। অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে আমানতকারীদের অর্থ সুরক্ষিত থাকবে এবং এই ব্যাঙ্কের কর্মীদের এক বছরের জন্য বেতনে কোনো প্রভাব পড়বে না।

আরও পড়ুন : ইয়েস ব্যাংকে জগন্নাথের নামে জমা ৫৪৫ কোটি টাকা, RBI-এর ঘোষণায় হুলুস্থুল

Yes Bank -র গ্রাহকদের টাকা তোলার ঊর্ধ্বসীমআ ৩ রা এপ্রিল পর্যন্ত ৫০ হাজার টাকা করেছে। আমানতকারীরা ৩ রা এপ্রিল পর্যন্ত ৫০ হাজারের বেশি টাকা তুলতে পারবে না বলা হয়েছে। Yes Bank এর আকার অনেক বড়। এর প্রসার ও অনেক বেশি।

তাই এই ব্যাঙ্কের আর্থিক সমস্যা যে বেশি হবে তা বোঝাই যাচ্ছে এবং এর প্রভাব অর্থনীতির উপর ও পড়বে। এই ব্যাঙ্কের সঙ্গে সংকতে পড়েছে Phone Pe। কারণ এই সংস্থার সাথে ইয়েস ব্যাঙ্কের যোগ রয়েছে। এই পরিস্থিতির জন্য Phone Pe -র সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে যেভাবে SBI পাশে দাঁড়াচ্ছে তাতে পরিস্থিতি দ্রুত ঠিক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।