দেশনিউজ

যোগী সরকারের নিয়ম অনুযায়ী উত্তরপ্রদেশে এবছর হবে না দুর্গাপুজো

Advertisement

উত্তরপ্রদেশঃ ইতিমধ্যে ওড়িশার সরকার দুর্গাপুজো আয়োজন নিয়ে একাধিক গাইডলাইন দিয়েছে। তার পাশাপাশি পশ্চিমবঙ্গে হতে চলেছে দুর্গা পুজো। কিন্তু করোনা পরিস্থিতিতে এবার দেশের অনেক রাজ্যেই জাঁকজমক করে দুর্গাপুজোর হবে না এমনকি উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার জানিয়েছে এবছর প্যান্ডেল করে সার্বজনীন দূর্গা পূজো করা হবে না। কিন্তু পুজো না হলেও রামলীলা আয়োজনে ছাড়পত্র দিয়েছেন যোগী।

রামলীলা বহু প্রাচীন প্রথা তাই এই প্রাচীন প্রথা কোনওভাবেই ভাঙা যায় না বলেই এটি চালু রাকাহার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। করোনা আবহে রামলীলা আয়োজনের জন্য পালন করতে হবে বেশ কিছু বিধিনিষেধ।

উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে রামলীলা দেখার জন্য কোনও ময়দানে ১০০ জনের বেশি লোক আসতে পারবে না। ময়দান স্যানিটাইজেশন এর ব্যবস্থা রাখতে হবে কর্তৃপক্ষকে। য়ার প্রত্যেকের মাস্ক আর স্যানিটাইজার রাখা জরুরি।

Related Articles

Back to top button