দেশনিউজ

পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ্যে ফিরিয়ে দেওয়ার আশ্বাস যোগী আদিত্যনাথের

Advertisement

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের সমস্ত পরিযায়ী শ্রমিকদের আশ্বাস দিয়েছেন যে, তার প্রশাসন তাদের নিজের রাজ্যে ফেরানোর প্রস্তুতি নিচ্ছেন। এই কঠিন পরিস্থিতিতে ধৈর্য্য রাখার জন্য সমস্ত শ্রমিকদের প্রশংসাও করেছেন তিনি। এছাড়া সকলের কাছে আবেদন করেছেন যে, কেউ যেন বাড়ির প্রতি রওনা না দেন। করোনাভাইরাস সংক্রমণ রুখতে যে লকডাউন ঘোষিত হয়েছে এর ফলে উত্তরপ্রদেশে আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরাতে যোগী আদিত্যনাথের প্রশাসন একটি পরিকল্পনা গ্রহণ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মেনে আন্তঃরাজ্য শ্রমিকদের চলাচল শুরু করে নিজের রাজ্যে ফেরানোর উদ্দেশ্যে তিনি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

এই বিষয়ে তিনি পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা এখনও পর্যন্ত যে ধৈর্য্য দেখিয়েছেন তা বজায় রাখার জন্য সকলের কাছে আবেদন জানাচ্ছি। আমরা খুব শীঘ্রই আপনাদের নিজের রাজ্যে ফিরে যাওয়ার জন্য সমস্ত রাজ্য সরকারের সাথে যোগাযোগ করে একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করবো।” এছাড়াও উত্তর প্রদেশ সরকার অন্যান্য রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই কোটা থেকে ১১,০০০ শিক্ষার্থীদের ফিরিয়ে আনার পাশাপাশি মার্চ মাসে আদিত্যনাথের প্রশাসন দিল্লী থেকে প্রায় চার লাখ পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে এনেছিলো।

২৯ শে এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিভিন্ন রাজ্যে আটকে পড়া আন্তঃরাজ্য শ্রমিকদের এবং দেশের বিভিন্ন স্থানে আটকা পড়া মানুষদের নিজ নিজ গন্তব্যে যাওয়ার অনুমতি দিয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ​​ভাল্লা বলেন, “লকডাউনের কারণে পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, পর্যটক, শিক্ষার্থী এবং অন্যান্য ব্যক্তিরা বিভিন্ন স্থানে আটকে পড়েছেন। তাদেরকে চলাচলের অনুমতি দেওয়া হবে।”

Related Articles

Back to top button