মাত্র সাড়ে ৮ হাজার টাকায় পেয়ে যাবেন Redmi কোম্পানির এই স্মার্টফোন, জানুন সমস্ত স্পেসিফিকেশন
Redmi A2 plus এখন ১২৮ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাচ্ছে
আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। তবে বাজেট রেঞ্জে ভালো প্রোডাক্ট এর কথা বলতে গেলে অন্যতম জনপ্রিয় কোম্পানি হিসাবে সামনে আসে Redmi। তাদের বাজেট রেঞ্জের ফোনগুলো সত্যিই মন জয় করে নিচ্ছে গ্রাহকদের। সম্প্রতি এই কোম্পানির একটি বাজেট রেঞ্জের স্মার্টফোন এসেছে যা টেক্কা দেবে অনেকে প্রিমিয়াম ফোনকেও। কি এর ফোনের নাম বা স্পেসিফিকেশন? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বাজেট রেঞ্জে ভারতীয় মার্কেটে ধামাকাদার এন্ট্রি নিয়েছে Redmi A2 plus। আপনাদের জানিয়ে রাখি যে আগেই স্মার্টফোন চলতি বছরের মার্চ মাসে ভারতীয় মার্কেটে লঞ্চ করেছিল। এবার নতুন করে এই ফোনের নতুন র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ করল। দিনে স্মার্টফোনটি ৪জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যেত। কিন্তু সম্প্রতি মার্কেটে যে ফোনগুলি আসছে তা ১২৮ জিবি স্টোরেজ অপশন অব্দি পাওয়া যাবে। এতে ৬.৫২ ইঞ্চির একটি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে দেখা যাবে। এর রিফ্রেশ রেট থাকবে ১২০hz। এই স্মার্টফোনে MediaTek Helio G36 প্রসেসর ব্যবহার করা হয়েছে।
এবার ক্যামেরার কথায় এলে, এই Redmi কোম্পানির বাজেট স্মার্টফোনে ৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাসহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আর সেলফি তোলার জন্য রয়েছে ফ্রন্ট ফেসিং ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে ৫০০০ mah এর শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা একবার চার্জ দিলে অনেকক্ষণ চলবে। এরপর এই স্মার্টফোনের দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এটি ১২৮ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্ট আপনি মাত্র ৮৪৯৯ টাকা দিয়ে কিনে নিতে পারবেন। এটি আমাজন ইন্ডিয়া এবং জায়মীর অফিসিয়াল রিটেল স্টোর থেকে কিনতে পারবেন।