Business Idea: চাকরির পাশাপশি শুরু করুন এই ব্যবসা, অল্প দিনে লাখপতি হয়ে যাবেন
এই ব্যবসা এখন অনেকেই করছেন
করোনার পর থেকেই সমস্ত সেক্টরে চাকরি নিয়ে চলছে একটা বিশাল দ্বন্দ্ব। অনেকের হাত থেকেই চাকরি গেছে। আর সেই কারণেই অনেকেই এখন ব্যবসার দিকে হাত বাড়াতে শুরু করেছেন। যাই ব্যবসা হোক না কেনো, ব্যবসায় লাভ একটু বেশি। আপনিও কি বাড়তি আয়ের জন্য ব্যবসা করতে চাইছেন? তাহলে আপনাদের জন্য রয়েছে একটা দারুন ব্যবসার আইডিয়া। আপনার জন্য এই দুর্দান্ত অফার রয়েছে। আপনি এই ব্যবসা করে লাখ লাখ টাকা রোজগার করতে পারবেন।
আপনাদের জানিয়ে রাখি, এই ব্যবসা হলো পেঁয়াজ পেস্টের ব্যবসা। আজকের দিনে পেঁয়াজ একটা বহুমূল্য জিনিস হয়ে উঠেছে। ভারতের বাজারে শুধু নয়, অন্যান্য দেশেও এখন পেঁয়াজ কিনতে প্রচুর টাকা খরচ করতে হচ্ছে। আবার, পেঁয়াজ যদি কিনেও নেওয়া যায়, পেঁয়াজ রান্নায় ব্যবহার করার জন্য অনেকটা প্রসেস আছে। আর এই প্রসেসিং অনেকেই করতে চান না। সেই কারণে আজকের দিনে এই ধরনের প্রসেস করা পেঁয়াজ পেস্টের একটা দারুন বাজার শুরু হয়েছে। অনেকেই এই পেঁয়াজ পেস্ট কিনতে চাইছেন এখন।
পেঁয়াজ পেস্টের ব্যবসা ৪.১৯ লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারবেন ৷ পেস্ট তৈরির কারখানার জন্য এই শেড বানাতে হবে যার জন্য প্রায় ১ লক্ষ টাকা খরচা হবে ৷ আপনার কাছে আগে থেকেই কোনও বড় বিল্ডিং থাকলে এই ১ লক্ষ টাকা বেঁচে যাবে ৷ প্রায় ১.৭৫ লক্ষ টাকা পেস্ট তৈরির জন্য ফ্রাইয়িং প্যান, অটোক্লেভ স্টিম কুকার, স্টেরেলাইজেশন ট্যাঙ্ক, ছোট বাসন আরও জিনিস কেনার জন্য লাগবে ৷ ব্যবসা চালানোর জন্য ২.৭৫ লক্ষ টাকা নিজের কাছে লাগতে হবে ৷ এই টাকা কাঁচা মাল কেনার জন্য, প্যাকিং, ট্রান্সপোর্টেশনের জন্য লাগবে ৷
এই খরচ করতে পারলেই আপনি এই ব্যবসা করতে পারবেন। এই ব্যবসায় মার্জিন অনেকটাই বেশি। পাশাপাশি, সরকার আপনাকে এই ব্যবসা করার জন্য লোন দিয়ে থাকে। ফলে এই ব্যবসা করা আপনার জন্য খুবই সহজ একটা ব্যাপার। আপনি যদি চান, তাহলে সরকারের মুদ্রা যোজনার মাধ্যমে লোন নিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। একটি রিপোর্ট অনুযায়ী, আপনি বছরে ৭.৫ লাখ টাকার পেঁয়াজ পেস্ট বিক্রি করতে পারেন। তার ফলে সমস্ত খরচ বাদ দিলে আপনার লাভ হবে ১.৭৫ লাখ টাকা।