দেশনিউজ

ইচ্ছা থাকলেও একটির বেশি বাড়ি কিনতে পারবেন না, প্রস্তাব দিল হাইকোর্ট

Advertisement

যত দিন যাচ্ছে লাফিয়ে বাড়ছে জনসংখ্যা। চাহিদা বাড়ছে মাথার উপর ছাদের। এমত অবস্থায় একজন ব্যক্তির একাধিক বাড়ি থাকলে বাকিদের অস্তিত্ব হতে পারে বিপন্ন। তার কারনে মাদ্রাজ কোর্ট আনল এক নতুন প্রস্তাব। এদিন মাদ্রাজ কোর্ট প্রস্তাব দেয় একজন ব্যক্তির একটিই বাড়ি থাকবে। একাধিক বাড়ি যাতে না থাকে তা দেখতে বলা হয়েছে। সবার মাথার ছাদ সুনিশ্চিত করতেই এই প্রস্তাব। একজনের দখলে যদি একাধিক বাড়ি থাকে তবে কিভাবে বাকিদের আশ্রয় নিশ্চিত করা সম্ভব, সেই প্রশ্ন তুলেছে কোর্ট।

মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিন বলে, ‘অনেক মানুষ প্ল্যাটফর্মের নীচে, রাস্তার ফুটপাতে, সিমেন্টের পাইপের ভেতরে বা গাছের নীচে বাস করছেন। এদের কোনও সুযোগ-সুবিধে দেওয়া হচ্ছে না, বা কোনও নিরাপত্তাও তারা পাচ্ছেন না। একজন ব্যক্তি একাধিক সম্পত্তি অধিকার করে থাকলে সবার মাথার ওপর ছাদ দেওয়া সম্ভব কি করে সম্ভব হবে?’

আরও পড়ুন : নির্ভয়া কাণ্ড : সাত দিন পর ফাঁসি, রায় দিল দিল্লি হাইকোর্ট

কোর্টের বিচারপতি এদিন বলেন, কোনো একটি পরিবারের বা একজন ব্যক্তির মালিকানাধীন যদি অনেকগুলি বাড়ি থাকে তবে ১০০% অতিরিক্ত স্যাচুয়েরিটি চার্জ নেওয়া হবে জলের বা বিদ্যুতের বিলের মাধ্যমে। এছাড়া অনাবাসী ভারতীয়দের এদেশে সম্পত্তি ক্রয়ের বিষয়ে নিরুৎসাহিত করা উচিত বলে তিনি মনে করেন।

Related Articles

Back to top button