দেশে ভয়াভয় হচ্ছে করোনা! এবারে বাড়িতেও পরতে হবে মাস্ক, নির্দেশ কেন্দ্রের
কেন্দ্রীয় সরকার এবং নীতি আয়োগের ডাক্তাররা ঘোষণা করছেন এবারে করোনা থেকে রেহাই পেতে বাড়িতেও ব্যবহার করতে হবে মাস্ক
এতদিন ধরে বিজ্ঞানীরা এবং ডাক্তাররা বলছিলেন যখনই বাইরে যাবেন তখনই মাস্ক পরে যাবেন। কিন্তু এবারে ডাক্তারের জানিয়ে দিলেন এবারে যদি আপনি বাড়িতে থাকেন তাহলে আপনাকে মাস্ক পরেই থাকতে হবে। এরকম ঘোষণার ফলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জনগণের মধ্যে। তবে ডাক্তাররা এর একটি কারণ ব্যাখ্যা করেছেন বটে।
সোমবার কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে বাড়ির মধ্যেও মাস্ক পরতে হবে আপনাদের। কেন্দ্রীয় সরকার জানাচ্ছে যদি আপনারা একটি কমন স্পেস সকলে ব্যবহার করেন তাহলে সেখানে অবশ্যই ব্যবহার করুন মাস্ক।
কেন্দ্রীয় সরকার বলছে এর ফলে আপনার করোনা আক্রমণের সম্ভাবনা কিন্তু অনেকটা কমবে। এছাড়াও যেখানে ভেন্টিলেশন এর অবস্থা খারাপ সেখানেও ব্যবহার করতে হবে মাস্ক। তার সাথেই বিজ্ঞানীরা এবং ডাক্তাররা বলছেন বারবার হাত ধুয়ে সবকিছু করতে।
ভারতের নীতি আয়গের ডাক্তাররা বারবার বলছেন এই করণার দ্বিতীয় ঢেউ অত্যন্ত বেশি সংক্রামক। পাশাপাশি এইবারে ভারতের হাতে বেড এবং অক্সিজেন এর সরবরাহ ঠিক নেই। তাই নিজেকে সুরক্ষিত রাখার দায়িত্ব নিজের। বাঁচার জন্য এবারে বাড়িতেও পড়ুন মাস্ক।