আই এ এস পরীক্ষার কিছু প্রশ্ন ও তার উত্তর শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আসুন জেনে নিই প্রশ্ন গুলি কি কি?
ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : আইএএস পরীক্ষায় এমন কিছু প্রশ্ন করা হয় যার সম্বন্ধে অনেকেরই ধারণা থাকে না। সম্ভবতঃ এই প্রশ্নগুলো শিক্ষার্থীদের আইকিউ লেভেল বাড়ানোর জন্যই করা হয়। আসুন তাহলে জেনে নেওয়া যাক এমন কি কি প্রশ্ন করা হয়–
১) ধরা যাক তোমাকে তিনটি ঘর দেওয়া হল, সেই তিনটি ঘরের মধ্য থেকে তোমাকে একটি ঘরে ঢুকতে হবে। প্রথম ঘরটিতে আগুন লেগে গেছে, দ্বিতীয় ঘরটিতে রয়েছে একদল ডাকাত যাদের হাতে বন্দুক রয়েছে, তৃতীয় ঘরে রয়েছে তিন বছর না খেতে পাওয়া 10 টি সিংহ।
আপনি কোন ঘরটির ভেতরে যাওয়া টা ঠিক মনে করবেন??
= উত্তরটি হবে তৃতীয় ঘরটিতে। কারণ তিন বছর খেতে না পেয়ে সিংহ গুলি আর জীবিত থাকবে না।
২) দ্বিতীয় প্রশ্নটি হল- জাপানের মানুষ চীনের মানুষদের থেকে কম ভাত খায় কেন?
কি পারবেন উত্তরটা?
= উত্তরটি হবে জাপানের তুলনায় চীনে বেশি লোকজন বসবাস করে। অর্থাৎ চীনের জনসংখ্যা জাপানের থেকে অনেক বেশি ।সুতরাং ভাত খাওয়ার মানুষের সংখ্যাও স্বাভাবিকভাবেই বেশি।
৩) তৃতীয় প্রশ্ন হল একটি নারীর শরীরের সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ কোনটি?
= যে অঙ্গে রক্ত চলাচল সবচেয়ে ভালো হয়, সেই অঙ্গটি হলো আকর্ষণীয় অঙ্গ।
৪) বছরের কোন মাসে একজন মানুষকে সবচেয়ে কম ঘুমাতে হয়??
= উত্তরটি হবে ফেব্রুয়ারি মাসে কারণ ফেব্রুয়ারি মাস 28 দিনের।
৫) আচ্ছা বলুন তো নারীর কোন অঙ্গ আমরা খেতে পারি?
= উত্তরটা হবে লেডি ফিঙ্গার ।কারণ বাংলায় লেডি ফিঙ্গার মানে ঢেঁড়স।
এর পরের প্রশ্ন টি শুনলে আপনি খুব অবাক হবেন।
৬) একটি ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল মেয়েরা যে জিন্স প্যান্ট পরে তার নীচে তারা কি পরে?
= চিন্তার কিছু নেই এটার উত্তর হবে জুতো।