আপনি কি জানেন শুধু মাত্র বর পাওয়ার জন্য অর্থাৎ বিয়ে করার জন্য নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলিউডের এই সব অভিনেত্রীরা? জানা না থাকলে জেনেনিন-
১, শর্মিলা ঠাকুর -মনসুর আলি পতৌদিকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিয়ের পর তার নাম রাখা হয় আয়েশা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now২, মমতা কুলকার্নি : হঠাত করেই পর্দা থেকেই উধাও হয়ে ২০১৩ সালে মুসলিম প্রেমিক ভিকি গোস্বামীকে বিয়ে করে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন।
৩, হেমা মালিনী : বলিউডের ড্রিম গার্ল খ্যাত হেমা মালিনী। ১৯৭৯ সালে হেমা ও ধর্মেন্দ্র দুজনেই ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেন। কারণ তাঁদের বিয়ের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিলো ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর। তিনি কিছুতেই ধর্মেন্দ্রকে ডিভোর্স দিতে রাজি ছিলেন না। এই বাধা কাটাতে ইসলাম ধর্মে যেহেতু একাধিক বিবাহ আইন রয়েছে।
৪, অমৃতা সিং : ইনি জন্মসূত্রে শিখ। অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন।
৫, আয়েশা টাকিয়া : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আয়শা টাকিয়া ২০০৯ সালে মুসলিম প্রেমিক ফারহান আজমির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।