গতকাল বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির স্বপ্নপূরণ হয়েছে। বিধ্বংসী ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা ঘরে উঠেছে আর্জেন্টিনার। বর্তমানে বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই আন্তর্জাতিক ফুটবল খেলা থেকে অবসর গ্রহণ করবেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। অবসরের পূর্বে গতকাল তার হাতে বিশ্বকাপ দেখে রীতিমতো উঃশ্বাসে ফেটে পড়েছেন তার কোটি কোটি সমর্থক।
আপনাদের জানিয়ে রাখি, কিংবদন্তি ফুটবলার মেসির সমর্থক ভারত, বাংলাদেশ তথা বর্তমান বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তেই রয়েছে। তাই তার প্রসঙ্গে জানার আগ্রহের কমতি নেই খেলা প্রেমীদের। আপনারা জানলে অবাক হবেন যে, লিওনেল মেসির বার্ষিক আয় অনেক দেশের মোট বাজেটের চেয়ে অনেক বেশি! চলুন দেখে নেওয়া যাক, বিশ্বসেরা ফুটবলারের আয়ের উৎস এবং তার আনুমানিক পরিমাণ কত?
বিগত বেশ কয়েক বছর ধরে বার্সেলোনার প্রতিনিধিত্ব করেছিলেন লিওনেল মেসি, তবে ২০২১ সালে তিনি প্যারিস সেন্ট-জার্মেইতে যোগ দেন। বার্সেলোনার সাথে তার চুক্তি শেষ করার সময়, মেসির স্পন্সরশিপ আয় প্রায় $১.৩ বিলিয়ন ডলার। $৯০০ মিলিয়ন আনুমানিক বেতন ছাড়াও, তিনি এখনও পর্যন্ত $৪০০ মিলিয়ন আয় করেছেন এনডোর্সমেন্ট ডিল থেকে।
ফোর্বসের ২০২২ সালের সর্বোচ্চ উপার্জনকারী খেলোয়াড়ের তালিকায় মেসির নামও শীর্ষে ছিল। সূত্রের মান্যতা অনুসারে, তিনি ২০২২ সালে $১৩০ মিলিয়ন ডলার আয় করেছেন। যদি মেসির মোট সম্পদের কথা বলা হয়, তাহলে তা কমোরস, গাম্বিয়া, সেশেলস এবং চাদের মতো দেশের মোট বার্ষিক বাজেটের চেয়েও বেশি। শুধু তাই নয়, সোমালিয়া, বারমুডার মতো দেশও বার্ষিক বাজেট রাখে মেসির মোট সম্পদের প্রায় সমান।