বিয়ে একটা পবিত্র বন্ধন। দুটো মানুষের মনের মিল হলে এই আজীবনের বন্ধনে জড়ায়। এই বাঁধনে দুটো পরিবার মিলেমিশে আত্মীয় হয়ে যায়। কিন্তু সকলের আনন্দের মাঝে ভয়ে থাকেন বধূ মেয়েটি কারণ তার গোটা জীবন বদলে যাবে। তাকে নিজের বাড়ি থেকে বের হয়ে অন্য বাড়িতে গিয়ে পাকাপাকি ভাবে থাকতে হবে। তাই সে অনেক কিছুর খোঁজ করে গুগলে।
যখন আমাদের কিছু খুঁজে পেতে সাহায্যের প্রয়োজন হয়, আমরা সাধারণত প্রথমে Google এর কথা চিন্তা করি। প্রথমে আমাদের একটি বিষয় সম্পর্কে কিছু জানতে হবে তারপর আমরা আরও জানতে গুগলে যেতে পারি।
আসুন দেখি কি খোঁজে নতুন বউরা তাদের গুগল অ্যাকাউন্টে:
১) স্বামীকে কিভাবে খুশি রাখা যায়?
আপনি কি জানেন যে নতুন নববধূরা গুগলে সবচেয়ে বেশি সন্ধান করে? প্রথমত তারা জানতে চায় তাদের জীবন সাথীকে কি ভাবে খুশি রাখবে। এবং তাদের মন পাওয়ার চেষ্টা কি রূপে করতে হয়।
২) স্বামীকে কিভাবে নিজের প্রতি আকৃষ্ট করবেন?
বিয়ের পর মেয়েরা চায় তাদের স্বামীর চোখে নিজের রূপকে ফুটিয়ে তুলতে ও তাদের মনে একটি পাকা জায়গা দখল করতে চায়। নিজেকে কি ভাবে সুন্দর ও ভালো দেখতে করে তুলবে। গবেষণা দেখায় যে বিবাহিত মহিলারা তাদের স্বামীর জন্য সুন্দর দেখতে কি করণীয় জানতে গুগল ব্যবহার করেন।
৩) নব বধূর কিভাবে স্বামীর মন জয় করবেন?
মেয়েরা চায় স্বামীর মনের রনি হয়ে থাকতে। তাই বিয়ের পরও মেয়েদের মনে এটা থেকেই যায় যে স্বামীর মন জয় করবেন কীভাবে? কীভাবে নিজের স্বামীর সাথে আরও ভালভাবে চলতে পারবেন যাতে নতুন দম্পতি হিসাবে কাছাকাছি থাকতে পারেন এই খোঁজে তারা অনলাইনে।
৪) কিভাবে শ্বশুরবাড়ি কে খুশি রাখা যায়?
বিয়ের পর শ্বশুর বাড়ির মানুষদের মন বুঝতে হয় নতুন বউদের। আসলে যে কোনো মেয়ে যখন বিয়ের পর নতুন বাড়িতে যায়, তখন নতুন বাড়ি বুঝে নিজের দায়িত্ব পালন করা তার জন্য কঠিন কাজ। নতুন নববধূরা কীভাবে তাদের পরিবারের যত্ন নেওয়া যায় তা বোঝার চেষ্টা করে ও এখন মন জয়ের কৌশল জানতে সার্চ করে গুগলে। এ ছাড়া শাশুড়ি, ননদ, ঠাকুরপো ও শ্বশুরবাড়িতে উপস্থিত অন্য আত্মীয়রা যেন তার ওপর রাগ না করে, এটাও তার জন্য চ্যালেঞ্জ। যখন একজন কনে বিয়ে করে, তখন সে তার নতুন পরিবার যাতে সুখী হয় তা নিশ্চিত করার উপায় খোঁজে।
৫) নতুন করে পাওয়া নিজের কাদের পারিবারিক দায়িত্ব কিভাবে পালন করবে?
একটা মেয়ের বিয়ে হলে তাকে তার নতুন সংসারের সবকিছু দেখাশোনা করতে হয়। যখন জিনিসগুলি কঠিন হয় তখন তার পরিবারের যত্ন নেওয়া তার পক্ষে সত্যিই কঠিন। প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে নববধূদের কীভাবে তাদের পরিবারের যত্ন নিতে হয় তা জানতে প্রায়শই গুগলে অনুসন্ধান করে।
HGTV favorites Ben Napier and Erin Napier are returning with a milestone season of Home…
Post Malone gave fans an unexpected — and painful-looking — moment during a recent livestream…
Violinist and America’s Got Talent finalist Brian King Joseph has filed a lawsuit against actor…
David Holmes, the longtime stunt double for Daniel Radcliffe, says a life-altering accident on the…
A short video from Mar-a-Lago has become one of the most talked-about — and widely…
Lily Phillips has opened up about a deeply personal decision to be rebaptized, describing the…