LIC Scheme: ১০০ টাকা বিনিয়োগ করে পেয়ে যান ১১ লাখ টাকা, LIC আনল দুর্দান্ত লাভজনক স্কিম

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় জীবন বীমা সংস্থা এলআইসি নানা রকম পুরুষ, মহিলা ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের জীবন বীমা পলিসি ও পরিকল্পনা অফার করে। ভবিষ্যৎ পরিকল্পনা থেকে আর্থিক লক্ষ্য ও চাহিদা…

Avatar

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় জীবন বীমা সংস্থা এলআইসি নানা রকম পুরুষ, মহিলা ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের জীবন বীমা পলিসি ও পরিকল্পনা অফার করে। ভবিষ্যৎ পরিকল্পনা থেকে আর্থিক লক্ষ্য ও চাহিদা পূরণে সবই রয়েছে এলআইসির পলিসিতে। মহিলাদের বিশেষ চাহিদা মাথায় রেখে তৈরি করা হয়েছে ‘এলআইসি আধার শিলা পলিসি’।

এটি একটি মহিলাদের জন্য তৈরি করা নন লিংকড পৃথক জীবন বীমা পলিসি। এতে ম্যাচিওরিটিতে বীমাগ্রহীতাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয়। আর তাঁর অকাল মৃত্যু হলে পরিবারকে আর্থিক সহায়তা করা হয়। কম ঝুঁকিপূর্ণ এবং গ্রাহক-কেন্দ্রিক নীতির জন্যই এলআইসি বিখ্যাত। বিভিন্ন আর্থিক লক্ষ্য ও চাহিদা অনুযায়ি নানা রকম বিকল্প সহযোগে এলআইসি আধার শিলা পলিসিও চালু করা হয়েছে। এই পলিসিতে প্রতিদিন মাত্র ৮৭ টাকা বিনিয়োগ করে ১৫ বছরে ১১ লক্ষ টাকা পর্যন্ত লাভ করার সুযোগ রয়েছে। এতে সর্বনিম্ন ৭৫ হাজার ও সর্বোচ্চ ৩ লাখ টাকা বিনিয়োগ করা যায়।

৫৫ বছর বয়সী একজন মহিলা যদি পরবর্তী ১৫ বছর ধরে প্রতিদিন কমপক্ষে ৮৭ টাকা জমা করেন, তাহলে প্রথম বছরের শেষে তাঁর মোট বিনিয়োগ হবে ৩১,৭৫৫ টাকা। এই প্রক্রিয়া চালিয়ে গেলে ম্যাচিওরিটির সময় তিনি প্রায় ১১ লক্ষ টাকা পাবেন। উল্লেখ্য, নীতিটির মেয়াদ চলাকালীন অকাল মৃত্যু হলে, নমিনেটেড ব্যক্তি ১১ লক্ষ টাকারও বেশি অর্থ পাবেন।নিজের এবং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার জন্য নিরাপদ ও লাভজনক ‘এলআইসি আধার শিলা পলিসি’ একটি চমৎকার বিকল্প।

About Author