Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বদলে যেতে পারে আপনার মোবাইল নম্বর! কেন জানেন?

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : রিপোর্ট অনুযায়ী আসতে চলেছে নতুন নিয়ম। এই নিয়ম অনুযায়ী আমাদের ১০ ডিজিটের মোবাইল নাম্বার পরিবর্তিত হয়ে হবে ১১ ডিজিটের। রিপোর্ট অনুযায়ী মোবাইল ফোন…

Avatar

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : রিপোর্ট অনুযায়ী আসতে চলেছে নতুন নিয়ম। এই নিয়ম অনুযায়ী আমাদের ১০ ডিজিটের মোবাইল নাম্বার পরিবর্তিত হয়ে হবে ১১ ডিজিটের।

রিপোর্ট অনুযায়ী মোবাইল ফোন নম্বরিং স্কিম বদলে দিতে চলেছে টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া। ট্রাইয়ের তরফ থেকে একটি ডিস্কাশন পত্র জারি করা হয়েছে ১১ ডিজিটের মোবাইল নম্বর সম্পর্কে মানুষের মতামত জানার জন্য। এর টাইটেল টি হল “Developing a unified numbering plan”।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জনসংখ্যার যতই বৃদ্ধি পাচ্ছে টেলিকম কানেকশনের ডিমান্ড তত বাড়ছে। এ কারণেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। মোবাইল এবং ল্যান্ড লাইন দুটির জন্যই এটি প্রযোজ্য। ২১০ কোটি নতুন টেলিকম কানেকশন দেওয়ার জন্য ৭,৮,৯ থেকে শুরু হওয়া মোবাইল নম্বর চালু করা হবে।

এর আগেও আমাদের দেশে এই নাম্বারিং সিস্টেম বদল করা হয়েছে দু’বার। ১৯৯৩ সালে একবার ও ২০০৩ সালে একবার। ২০০৩ সালে ৭৫ কোটি নতুন নাম্বার তৈরি করা হয়েছিল। এর মধ্যে ৪৫ কোটি ছিল সেলুলার নাম্বার। ৩৮ কোটি ছিল ল্যান্ডলাইন নাম্বার।

এবার ২৬০ কোটি নতুন নাম্বার তৈরি করা হবে ২০৫০ সালের মধ্যে। শুধু মোবাইল নম্বর নয় এই সিস্টেম চালু করা হবে ল্যান্ডলাইন নম্বরেও। ল্যান্ডলাইন নম্বর বদল করে হতে পারে ১০ ডিজিট নাম্বারিং সিস্টেমে।

এই নাম্বারিং সিস্টেম আপডেট যদি ডেটা অনলি মোবাইল নম্বরে হয় তাহলে ১০ থেকে ১৩ ডিজিট এ বদল করা যেতে পারে। এই ১০ থেকে ১৩ ডিজিট এ বদল করা হলে সুবিধা হতে পারে ৩, ৫ ও ৬ সিরিজ শুরু করতে।

About Author