অতীতে যোগাযোগের মাধ্যম ছিল চিঠিপত্র। তারপর বিজ্ঞানের অগ্রগতি জীবনের অভ্যাসের সাথে পাল্টে দিল যোগাযোগের ইতিহাসও। টেলিগ্রাম, টেলিগ্রাফের সাথে সাথে টেলিফোনের ব্যবহার মানুষের যোগাযোগকে দ্রুত করে তুলল। এক অধ্যায়ের শেষে আরেক অধ্যায়ের সূচনা হল যেন। তবে তার রেশ থাকল না বেশিদিন। মোবাইলের আবিষ্কার বদলে দিল সমস্ত অভ্যাসকে।
সেলফোন থেকে স্মার্টফোন বদল এল জীবনে। যোগাযোগের মাধ্যম দ্রুত থেকে দ্রুততর হয়ে উঠল। বর্তমানে স্মার্টফোনে ইন্টারনেট সংযোগের মাধ্যমে খুব দ্রুততার সাথে দূরবর্তী জায়গার কোন ব্যক্তির সাথে যোগাযোগ করা সম্ভব, এমনকি ভিডিও কলের মাধ্যমে সরাসরি মুখোমুখি কথা বলাও সম্ভব হয়।
তবে এই অভ্যাসও বদলে ফেলবে মানুষ। সেই দিন আর খুব বেশী দেরী নেই। গবেষণা সংস্থা ‘এরিকসন’ দীর্ঘদিন ধরে ফোন সংক্রান্ত গবেষণায় নিযুক্ত রয়েছে। সম্প্রতি তারা এক সমীক্ষায় দাবি করেছে, আগামী ৫ বছরের মধ্যে স্মার্টফোনের ব্যবহার বন্ধ হয়ে যাবে।