বর্তমানে জনপ্রিয় স্যোশাল মিডিয়া অ্যাপ্লিকেশন টিকটক। জনপ্রিয়তার নিরিখে ফেসবুক, ইনস্টাগ্রামেরও আগে আছে টিকটক। জনপ্রিয়তার পাশাপাশি এই অ্যাপটি নিয়ে বিতর্কেরও শেষ নেই। সম্প্রতি এরকমই একটি বিতর্কে জড়িয়েছে টিকটক। টিকটকের এক কর্মচারীর কথা অনুযায়ী, জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট অর্থাৎ আইএস এর প্রচারের জন্য টিকটক থেকে সরিয়ে ফেলা হয়েছে বেশ কিছু অ্যাকাউন্ট। ওই কর্মচারীর কথায় টিকটক থেকে প্রায় ১০ টি অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে, যে অ্যাকাউন্ট গুলো থেকে আইএস এর প্রচার ভিডিও পোস্ট করা হচ্ছিল।
জানা যাচ্ছে, যে অ্যাকাউন্ট গুলো সরানো হয়েছে সেগুলো থেকে যে ভিডিও গুলো পোস্ট করা হয়েছিল তার মধ্যে মাত্র একটি ভিডিওই ১০ জনের উপর দেখেছে। অর্থাৎ এই অ্যাকাউন্ট গুলোর বিরুদ্ধে খুবই তাড়াতাড়ি ব্যবস্থা নিয়েছে টিকটক কতৃপক্ষ। নাম না জানানো ওই কর্মচারীর কথায় ওই ভিডিও গুলোতে ইসলামিক স্টেটের জঙ্গিদের বন্ধুক হাতে কুচকাওয়াজ করতে দেখা যাচ্ছিল। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে, ‘যেসমস্ত ভিডিও কোনো ধরণের সন্ত্রাসবাদকে প্রচার করবে, সেইসমস্ত ভিডিওর টিকটকে কোন স্থান নেই! সন্ত্রাসবাদের চিহ্ন আছে এমন কোনো ভিডিও চিহ্নিত হলেই সেগুলোকে সরিয়ে দেওয়া হবে টিকটক থেকে।’
এরকম সমস্ত আপডেট পেতে উপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন।