ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। একের পর এক বিভিন্ন শহরে খোজঁ মিলছে করোনাভাইরাসের। দিল্লি, তেলঙ্গানা,লখনৌ, বিহার জম্মু-কাশ্মীরে ইতিমধ্যে মানুষ এই মৃত্যুমুখী ভাইরাসের কবলে পড়েছেন, এবার ইতালি থেকে দেশে আগত পঞ্জাবের দুই বাসিন্দার দেহে সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে।
ইতালি থেকে আসা ১৬ জন পর্যটকের মধ্যে সিওভিডি-১৯ সংক্রমণের লক্ষন পাওয়া গেছে। লখনৌ হাসপাতালে ছয়জন কোয়ারেন্টাইনে রয়েছেন। জম্মু-কাশ্মীরের দু’জন ব্যক্তির দেহে সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। ভুটানেও প্রথম কোভিড-১৯ রোগে আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। পাঞ্জাবের ওই দুই ব্যক্তি বুধবার ইতালি থেকে অমৃতসরে আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরেই তাদের থার্মাল স্ক্রিনিংয়ে প্রাথমিক উপসর্গ ধরা পড়লে সাথে সাথে অমৃতসরের গুরুনানক দেব হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন : করোনা ভাইরাসের প্রভাব এয়ারলাইনসে, অনেকাংশেই কমেছে টিকিটের দাম
পরীক্ষায় তাদের করোনার সংক্রমণ পাওয়া গেছে,ওই দুই ব্যক্তি নিউমোনিয়ায় আক্রান্ত এবং তাদের শ্বাসের সমস্যা আছে মনে করা হচ্ছে। ওই দুজন অ্যাকিউট সিভিয়ার রেসপিরেটারি সিন্ড্রোমে আক্রান্ত বলে জানা গেছে। বর্তমানে তাদের হাসপাতালের আলাদা কেবিনে তাঁদের কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।
তাঁদের রক্ত ও লালার নমুনা পরীক্ষার জন্য পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট আসলে তারপর দু’জনকেই আইসোলেশন ইউনিটে পাঠানো হবে। দিল্লিতে বিভিন্ন স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এরুপ অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রাসেলস সফরে যাওয়া বাতিল করতে হয়েছে।