ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

7th Pay Commission: সেপ্টেম্বরে কেন্দ্রীয় কর্মীদের বেতন বাড়বে ২৭,০০০টাকা

Advertisement

Advertisement

খুব শীঘ্রই এবার একটা বড় খবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সরকার শিগগিরই কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে চলেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে সরকার সেপ্টেম্বর মাসে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে। চলতি মাসের শুরুতে একটি নতুন পরিসংখ্যান এসেছে যার পরে খবর আসছে সরকার মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করতে পারে। জুলাই ২০২৩ এর জন্য এআইসিপিআই সূচকের ডেটা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এই ডেটা অনুযায়ী মনে করা হচ্ছে এবারে মহার্ঘ ভাতা একসাথে ৪ শতাংশ বৃদ্ধি পেতে চলেছে।

একটি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, এবারে কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে। জানুয়ারি ২০২৩ থেকে এখনো পর্যন্ত কর্মচারীরা ৪২ শতাংশ মহার্ঘ ভাতা পেয়ে আসছেন। একই সময়ে এই ৪ শতাংশ যে মহার্ঘ ভাতা যদি বৃদ্ধি হয় তাহলে কর্মচারীদের মহার্ঘ ভাতা হবে ৪৬ শতাংশ। তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলা মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই সূচক অনুসারে ২০২৩ সালের জুন মাসের মধ্যে মোট মহার্ঘ ভাতা ৪৬.২৪ শতাংশ পৌঁছেছে। কিন্তু সরকার দশমিক গণনা করে না। সেই কারণে মাত্র ৪৬ শতাংশই নির্ধারণ করা হয়েছে মহার্ঘ ভাতা।

জানুয়ারি ২০২৩ থেকে জুন ২০২৩ পর্যন্ত প্রকাশিত সূচকের তথ্য অনুসারে, এবারেও মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি হতে পারে। এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে সরাসরি এই বিষয়ে কোনো ঘোষণা না করা হলেও, এবারে শীঘ্রই মহার্ঘ ভাতা বাড়ানোর অনুমোদন দিতে পারে সরকার। যদি কোন কর্মচারীর বেতন প্রতি মাসে ১৮০০০ টাকা হয়, তাহলে হিসাব অনুযায়ী নতুন মহার্ঘ ভাতা হবে প্রতি মাসে ৮ হাজার ২৮০ টাকা। সে হিসেবে প্রতিমাসে ৭২০ টাকা বৃদ্ধি পাবে বেতন। বছরের হিসেবে ৮৬৪০ টাকা বৃদ্ধি পাবে বেতন।

অন্যদিকে যদি কোন কর্মীর বেসিক বেতন হয় প্রতি মাসে ৫৬ হাজার ৯০০ টাকা। তাহলে সেই নিরিখে প্রতি মাসে ২৬ হাজার ১৭৪ টাকা করে নতুন মহার্ঘ ভাতা পাওয়া যাবে। অর্থাৎ বলতে গেলে প্রতি মাসে ২২৭৬ টাকা বৃদ্ধি পাবে মহার্ঘ ভাতা। কথা সেই নিরিখে দেখতে গেলে প্রতি বছরে ২৭৩১২ টাকা বৃদ্ধি পাবে বেতন।

Recent Posts