টেক বার্তা

Airtel-এর রিচার্জের মেয়াদ বাড়ল, টেনশন মুক্ত ৭০ দিন

ডাটা, কলিং, এসএমএস এবং অন্যান্য সুবিধা নিতে পারেন। ৭০ দিনের জন্য ৩৯৫ টাকায় আনলিমিটেড কলিংয়ের সুবিধা দিচ্ছে এয়ারটেল।

Advertisement

Advertisement

এয়ারটেল এবং রিলায়েন্স জিও টেলিকম কোম্পানি উভয়ই একে অপরের সাথে প্রতিযোগিতা করার জন্য বিভিন্ন রিচার্জ প্ল্যান অফার করে চলেছে। সম্প্রতি, দেশের বিখ্যাত টেলিকম সংস্থা এয়ারটেল রিলায়েন্স জিওর সাথে প্রতিযোগিতা করার জন্য তার একটি রিচার্জ প্ল্যানে পরিবর্তন এনেছে। এয়ারটেল তার ৩৯৫ টাকার রিচার্জ প্ল্যানের বৈধতা বাড়িয়েছে।

Advertisement

৭০ দিনের জন্য ৩৯৫ টাকা

ব্যবহারকারীরা এখন ৫৬ দিনের পরিবর্তে ৭০ দিনের জন্য প্ল্যানের পরিষেবার সুবিধা পাবেন। এয়ারটেল ৭০ দিনের বৈধতার জন্য ৩৯৫ টাকার রিচার্জ প্ল্যান অফার করছে। আপনি এই প্যাকটি দিয়ে ডাটা, কলিং, এসএমএস এবং অন্যান্য সুবিধা নিতে পারেন। ৭০ দিনের জন্য ৩৯৫ টাকায় আনলিমিটেড কলিংয়ের সুবিধা দিচ্ছে এয়ারটেল।

Advertisement

আরও ১৪ দিনের সুবিধা

এছাড়াও থাকছে ৬০০ ফ্রি এসএমএস ও ৬ জিবি ডেটা সুবিধা। মেয়াদ বাড়ানোর পর আরও ১৪ দিনের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। আগে এই পরিকল্পনা হাতে ছিল মাত্র ৫৬ দিন।

Advertisement

৮৪ দিন পর্যন্ত বৈধতা দিচ্ছে জিও

জিও এবং এয়ারটেল উভয়ই ৩৯৫ টাকার রিচার্জ প্ল্যান অফার করে। তবে বৈধতা এবং পরিষেবার মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। এয়ারটেল ৩৯৫ টাকায় দিচ্ছে ৬০০ এসএমএস। একই সঙ্গে ১০০০ এসএমএসের সুবিধা দিচ্ছে জিও। এয়ারটেল এই প্যাকের সাথে ৭০ দিনের বৈধতা দেয়। তবে ৮৪ দিন পর্যন্ত বৈধতা দিচ্ছে জিও। জিও এবং এয়ারটেল উভয়ই মোট ৬ জিবি ডেটার সুবিধা দিচ্ছে। উভয় সংস্থার ৩৯৫ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে আপনি এখন নিজেই সিদ্ধান্ত নিতে পারেন যে কোন প্ল্যানটি আপনার পক্ষে সাশ্রয়ী হবে।

Recent Posts