সম্প্রতি অভিনেতা নীল ভট্টাচার্য (Nil bhattacharya) এবং তাঁর প্রেমিকা অভিনেত্রী তৃণা সাহা (Trina saha) খেলেন আইবুড়ো ভাত। তবে এবার নীল-তৃণাকে আইবুড়ো ভাত খাওয়ালেন ইন্ডাস্ট্রির অপর সেলিব্রিটি কাপল অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও তাঁর প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (oindrila sen)। অঙ্কুশ-ঐন্দ্রিলার নতুন অ্যাপার্টমেন্টে বসেছিল আইবুড়ো ভাতের আসর। অঙ্কুশের পরনে ছিল অরেঞ্জ রঙের টি-শার্ট এবং কালো রঙের জিনস। ঐন্দ্রিলার পরনে ছিল কালো টপ ও নীল জিনস। কিন্তু অঙ্কুশের সঙ্গে মিলিয়ে ঐন্দ্রিলা কালো টপের উপর একটি অরেঞ্জ রঙের শ্রাগ পরেছিলেন। নীলের পরনে ছিল অফ হোয়াইট পাঞ্জাবী ও তৃণমূল পরেছিলেন গ্রে রঙের লং কূর্তি। তৃণার খাওয়ার একটি ভিডিও নীল শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি যথারীতি ভাইরাল হয়েছে। কিছুদিন আগে নীল ও তৃণা প্রি-ওয়েডিং ফটোশুট করিয়েছেন। তার কিছু ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তৃণা। ছবিগুলির কয়েকটিতে তৃণার পরনে রয়েছে বেবি পিঙ্ক রঙের লেহেঙ্গা-চোলি যাতে রুপোলি রঙের জরির কাজ রয়েছে। তার সঙ্গে মানানসই করে তৃণা পরেছেন হোয়াইট স্টোনের গয়না। নীলের পরনে রয়েছে আকাশি ও সাদা রঙের কারুকারুকার্য করা শেরওয়ানি। বাকি ছবিগুলিতে তৃণার পরনে রয়েছে আকাশি রঙের গাউন এবং নীলের পরনে রয়েছে ডার্ক রঙের ব্লেজার। নীল ও তৃণার প্রি-ওয়েডিং ফটোশুট নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
2020-র বর্ষশেষের রাতে যথারীতি পার্টি করতে বেরিয়ে পড়েছিলেন নীল ও তৃণা। তাঁরা দুজনে গিয়েছিলেন কলকাতার অভিজাত বার কাম রেস্টুরেন্ট ‘লর্ড অফ ড্রিঙ্কস’-এ। সেখানে গিয়ে ইন্সটাগ্রাম রিল বানিয়েছেন নীল ও তৃণা। তৃণা সেই রিলটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। রিলটিতে দেখা যাচ্ছে নীলকে চুম্বন করছেন তৃণা। নেটিজেনরা নীল ও তৃণাকে নতুন বছরের জন্য এবং আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। নীল ও তৃণা অবশেষে বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। আপাতত বিয়ের আগেই তাঁরা শুরু করে দিয়েছেন ব্যাচেলর পার্টি। কিছুদিন আগেই বন্ধুদের সঙ্গে দার্জিলিং থেকে ঘুরে এসেছেন নীল। তৃণাও কলকাতা শহরের এক অভিজাত রিসর্টে বান্ধবীদের সঙ্গে রাতভর পার্টি করেছেন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন নীল ও তৃণা। 9ই জানুয়ারি হয়ে গিয়েছে নীল ও তৃণার সঙ্গীত এবং এনগেজমেন্ট। 3 রা ফেব্রুয়ারি হবে আইবুড়ো ভাত ও তৃণার মেহেন্দি অনুষ্ঠান। 4 ঠা ফেব্রুয়ারি অর্কিড গার্ডেন্সে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হবে নীল ও তৃণার বিয়ে। ভ্যালেন্টাইনস ডে’র দিন অর্থাৎ 14 ই ফেব্রুয়ারি পি.সি.চন্দ্র গার্ডেনে হবে নীল ও তৃণার গ্র্যান্ড রিসেপশন। কিন্তু নীল ও তৃণার রিসেপশনের দিনে পুরুলিয়ার বিলাসবহুল রিসর্টে এনগেজমেন্ট ও রেজিস্ট্রি ম্যারেজ হতে চলেছে টেলিটাউনের আরেক জনপ্রিয় জুটি রুদ্রজিৎ(Rudrajit) ও প্রমিতা(Pramita)-এর। ফলে মিডিয়া হাইপ দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে দুই জুটির ক্ষেত্রেই। বিয়ের পর নীল ও তৃণা হানিমুনের জন্য গ্রীস রওনা হবেন বলে জানা গেছে। নীল জানিয়েছেন, তৃণা তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মানুষ। তৃণার মতো করে নীলকে কোনোদিন কেউ বোঝেনি। এমনকি নীলের অত্যধিক কথা বলার অভ্যাস তৈরি হয়েছে তৃণার জন্য।
গত দশ বছর ধরে তৃণা ও নীল সম্পর্কে রয়েছেন। সম্প্রতি তাঁরা তাঁদের দিওয়ালি স্পেশ্যাল ফটোশুট-এর ছবি শেয়ার করেছেন করলেন ইন্সটাগ্রামে । তৃণা ছবিগুলি শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। এই ছবিগুলিতে তৃণা পরেছিলেন হলুদ রঙের শিফন শাড়ি। নীলের পরনে ছিল হালকা কমলা রঙের পাঞ্জাবি। নীল ও তৃণা ঘনিষ্ঠ ফটোগুলি যথেষ্ট প্রশংসিত হয়েছে। নীল ও তৃণা দুজনেই নেটিজেনদের দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও দিওয়ালি উপলক্ষ্যে তৃণা ও নীল শব্দবাজি না ব্যবহার করার বার্তা দিয়েছেন। তাঁরা বলেছেন, শব্দবাজি ব্যবহারের কারণে বাতাস আরও দূষিত হয়ে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। ফলে নীল ও তৃণা নিজেরাও শব্দবাজি ব্যবহার করা থেকে বিরত থেকেছেন।
পুজোর আগে তাঁরা দুজনে ফটোশুট করেছিলেন। সেই ফটোশুটের জন্য পোশাকের রঙ ছিল লাল-সাদা। এমনকি তাঁরা দুজনে বিখ্যাত বলিউড ফিল্ম ‘ঝুম বরাবর ঝুম’-এর জনপ্রিয় গান ‘ফলক তক’-এর সাথে একটি ডান্স ভিডিও শুট করেছিলেন। নীল ও তৃণার এই ছবিগুলি ও ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে।
এই মুহূর্তে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে মুখ্য চরিত্র শ্যামার স্বামী নিখিলের ভূমিকায় অভিনয় করছেন। তৃণা অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য় গুনগুনের চরিত্রে। কিছুদিন আগে তৃণা নববধূর সাজে সেজে একটি ভিডিও পোস্ট করেছিলেন। নেটিজেনরা ভেবেছিলেন, নীল ও তৃণা হয়তো ‘সিক্রেট ওয়েডিং’ করলেন। কিন্তু পরে তৃণা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান, এটি ‘খড়কুটো’ সিরিয়ালে তৃণা অভিনীত চরিত্র গুনগুনের বিয়ের দৃশ্য। তবে নেটিজেনদের অনেকেই তৃণাকে জিজ্ঞাসা করেছেন, তাঁর ও নীলের বিয়ের ফুল কবে ফুটবে! এবার সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন তৃণা। আপাতত নেটিজেনরা অপেক্ষা করছেন ফেব্রুয়ারি মাসে তৃণাকে বধূবেশে দেখার।
Critics are praising George Clooney’s new Netflix drama Jay Kelly, but many say the film…
Actor Rumer Willis has shared a heartfelt update on her father Bruce Willis’ condition, explaining…
Jordan Peele is placing a national spotlight on a long-overlooked part of American history with…
Jen Shah is set to be released early from the Federal Prison Camp in Bryan,…
Amanda Bynes publicly denied a viral TikTok claim on Friday, stating the widely circulated video…
Brendan Fraser has confirmed that The Mummy franchise is officially returning with a fourth installment,…