নিউজ

Bangla Awas Yojona: আবাস যোজনায় ঘর পেতে কিভাবে আবেদন করবেন? এইসব কাগজ থাকলেই হবে

বাংলা আবাস যোজনা পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যা প্রান্তিক ও নিম্নবিত্ত পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করে। এই প্রকল্পের আওতায় সরকারের পক্ষ থেকে প্রতিটি উপভোক্তাকে বাড়ি নির্মাণের জন্য ১,২০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।আসলে সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকারের অভিযোগ অনুযায়ী, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বরাদ্দকৃত অর্থের ব্যবহার নিয়ে রাজ্যে দুর্নীতি ঘটেছে। এই কারণে কেন্দ্র সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে এই প্রকল্পের আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন আবেদন সত্ত্বেও কেন্দ্র সরকারের তরফ থেকে প্রকল্পটি পুনরায় চালু করা হয়নি। ফলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ উদ্যোগে রাজ্যের কোষাগার থেকে বাংলা আবাস যোজনার কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রকল্পের আবেদন পদ্ধতি

বাংলা আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি পাওয়ার জন্য আবেদন করতে হলে দুটি পদ্ধতি অনুসরণ করা যায়: অফলাইন এবং অনলাইন। অনলাইনে আবেদন করার জন্য বাংলা আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে ফর্ম পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর যারা অনলাইনে আবেদন করতে পারবেন না তারা অফলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

১) নিকটবর্তী BDO বা গ্রাম পঞ্চায়েত অফিসে যান।

২) বাংলা আবাস যোজনার জন্য নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করুন।

৩) ফর্মটি নিজের সমস্ত তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করুন।

৪) পূরণ করা ফর্মটি সংশ্লিষ্ট অফিসে জমা দিন।

প্রয়োজনীয় ডকুমেন্ট

আবেদনপত্রের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা দিতে হবে, যেমন: ১) বর্তমান বাড়ির রঙিন ছবি, ২) আধার কার্ডের জেরক্স কপি, ৩) রেশন কার্ডের জেরক্স কপি, ৪) ব্যাংক পাসবুকের জেরক্স কপি, ৪) জমির রেকর্ডের জেরক্স কপি।

বাংলা আবাস যোজনা প্রকল্পের শর্তাবলী

বাংলা আবাস যোজনা প্রকল্পে আবেদন করার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। সেগুলি হল:

১) পরিবারের কোন অকৃষি প্রতিষ্ঠান থাকলে আবেদনযোগ্য নয়।

২) পরিবারের সদস্যের মাসিক আয় ১৫,০০০ টাকার বেশি হলে আবেদন হবে না।

৩) পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স প্রদান করে, তবে সেই পরিবারের জন্য আবাস যোজনার ঘর পাওয়া সম্ভব নয়।

৪) পূর্বে কোন আবাসন প্রকল্পে অংশগ্রহণ করলে এই প্রকল্পের সুবিধা পাবেন না।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

Princess Eugenie Reportedly Cuts Off Contact With Father Andrew Amid Scandal

Princess Eugenie has allegedly severed ties with her father, Andrew Mountbatten Windsor, formerly known as…

January 19, 2026

Jennifer Lopez Golden Globes Clip Sparks Backlash, Cole Walliser Clarifies Red Carpet Moment

Jennifer Lopez has once again found herself at the center of online controversy after a…

January 19, 2026

Millie Bobby Brown Stuns in Sheer Tamara Ralph Couture at Joy Awards 2026

Key Points Millie Bobby Brown wowed at the Joy Awards 2026 in Riyadh in a…

January 19, 2026

Nina Dobrev Celebrates 37th Birthday in Striking Black Jumpsuit

Key Points Nina Dobrev marked her 37th birthday on January 9 with a stylish Instagram…

January 19, 2026

Stranger Things Fans Theorize ‘Conformity Gate’ Ending Could Be a False Reality

Key Points The Conformity Gate theory suggests the Season 5 finale may not be the…

January 19, 2026

Sabrina Carpenter Turns Heads in Archival Valentino Slip Dress at SNL After-Party

Key Points Sabrina Carpenter made a surprise cameo on Saturday Night Live on January 17,…

January 19, 2026