Categories: দেশ

ফাঁসি এড়ানোর চেষ্টা, উপরাজ্যপালের কাছে নতুন আর্জি বিনয়ের

Advertisement

Advertisement

নির্ভয়াকাণ্ডের প্রায় সমস্ত আর্জি খারিজ করে দেওয়া হয়েছে। যতবারই ফাঁসির তারিখ ঠিক হয়েছে ততবারই দোষীরা আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। গত ৩ রা মার্চ পবন কুমারের আর্জি খারিজ করে দেন রাষ্ট্রপতি। তবু ও তারা ফাঁসি বন্ধ করার জন্য উঠেপড়ে লেগেছে। আবার নতুন কিউরেটিভ আর্জি নিয়ে মুকেশের আইনজীবী এম এল শর্মা আদালতের দ্বারস্থ হয়েছেন। আর বিনয়কে বাঁচাতে দিল্লির উপরাজ্যপালের দ্বারস্থ হয়েছেন বিনয়ের আইনজীবী।

বিনয়ের আইনজীবী এ পি সিং মৃত্যুদণ্ডের পরিবর্তে বিনয়ের যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করলে সেটাও খারিজ করে দেওয়া হয়েছিল। আগামী ২০ মার্চ ভোর সাড়ে ৫ টাতে ফাঁসির সময় ঠিক করেছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। পূর্বের মতো এবার ও তারা ফাঁসি এড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন : আর ১ জনের শরীরে মিলল ভাইরাস, দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৪৩

বিনয়ের আইনজীবী আদালতে তার অসুস্থতার কথা জানিয়ে উন্নতমানের চিকিৎসার দাবি করলে তিহার জেল তা মানেনি। ২০১৮ সালে মুকেশের প্রাণ ভিক্ষার আর্জিও রাষ্ট্রপতি খারিজ করে দিয়েছিলেন। মুকেশের আইনজীবীর দাবি, মুকেশের  তৎকালীন আইনজীবী মুকেশকে রাষ্ট্রপতির আর্জি খারিজের সাত দিনের মধ্যে  জোর করে কিউরেটিভ আর্জি জানাতে বাধ্য করেছিলেন। তাই মুকেশকে স্বেচ্ছায় ফের আরেকবার আবেদন করার অনুমতি চাইছেন এম এল শর্মা।

যার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আইনজীবী। তার দাবি মুকেশকে ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত সময় দেওয়া হোক। এবার আদালত কি নির্দেশ দেবে সেটাই দেখার বিষয়। ২০১২ সালের সেই নৃশংস হত্যা সাজা প্রাপ্ত হোক সেটাই সবাই চায়। তাই তাদের ফাঁসির জন্য মুখিয়ে আছে গোটা দেশ।

Recent Posts