{"remix_data":[],"source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
ডিজিটালাইজেশনের জোয়ারে গা ভাসিয়ে আজকাল প্রায় সকলেই স্মার্টফোন ব্যবহার করে থাকেন। দৈনন্দিন জীবনে এগিয়ে চলার জন্য স্মার্টফোন ছাড়া জীবনটা অচল মনে হয়। এছাড়া এই প্রযুক্তির দুনিয়াতে বিনোদনের অন্যতম পরিপূরক হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আজকালকার দিনে আট থেকে আশি সকলেই বিচরণ করেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি সমস্ত অ্যাপ গোটা বিশ্বজুড়ে জনপ্রিয়। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন তারকারাও এই সোশ্যাল মিডিয়া বহুল পরিমাণে ব্যবহার করে থাকে।
আসলে তারকারা তাদের দৈনন্দিন জীবনের হিসাব সর্বদায় তাদের অনুরাগীদের দিতে পছন্দ করেন। তাই তারা মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফটোশুট এর ছবি এবং রিল ভিডিও পোস্ট করেন। এখন তো অনেকে আবার দৈনন্দিন জীবনের আপডেট দেওয়ার জন্য বিভিন্ন স্টোরি দিয়ে থাকেন। এই তারকামন্ডলীর তালিকায় নতুন করে নাম লেখাচ্ছেন অত্যন্ত সুন্দরী অভিনেত্রী অবনীত কৌর। সে এখন বলিউড দুনিয়ার নতুন নাম। এখনও কোনো সিনেমাতে অভিনয় না করলেও খুব শীঘ্রই তিনি যে বলি গ্ল্যামার ওয়ার্ল্ডে অভিষেক করবেন তা বলার অপেক্ষা রাখে না।
বলি জগতের সাথে সম্পর্কের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় থাকেন এই অবনীত কৌর। মাঝে মাঝে তিনি সুন্দরী বেশে ফটোশুট করে ছবি পোস্ট করে থাকেন। তিনি বিভিন্ন ধরনের স্টাইল স্টেটমেন্ট ফলো করেন। কখনো পাশ্চাত্য পোশাক তো কখনও বা ভারতীয় ট্রেডিশনাল পোশাকে ক্যামেরার সামনে ফটোশুট করেন তিনি। আবার মাঝে মাঝে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রীর এমনই একটি রিল ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে দেখা গেছে অবনীত কৌর একটি ডিপনেক ওয়ানপিস পোশাক পরে আছেন। সাদা রঙের ওই লং পোশাকে ব্যাপক সুন্দরী লাগছিল তাঁকে। সে ক্যামেরার সামনে মিষ্টি হেসে পোজ দেন। এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হচ্ছে ও ২২ হাজারের কাছাকাছি মানুষ লাইক করেছেন। কেউ কমেন্ট করে বলেছেন, ‘নাইস আউটফিট‘। তো আবার কেউ বলেছেন, ‘সো সেক্সী অ্যান্ড স্টানিং‘। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।
Ed Sheeran has once again proven why he’s more than just a global superstar —…
Comedian and actress Tiffany Haddish, 45, explores self-discovery and personal growth in her new six-episode…
Martin Ødegaard’s injury update has left Arsenal and Norway fans buzzing with concern after a…
Apple has officially confirmed a jaw-dropping alliance with OpenAI, and fans are calling it one…
Glen Powell, the rising Hollywood star, is set to host “Saturday Night Live” for the…
Oscar-winning actress Michelle Yeoh will be honored with the Honorary Golden Bear at the 2026…