বুলেটকে টক্কর দিতে বাজাজ নিয়ে এলো নতুন অ্যাভেঞ্জার ৪০০, দারুন লুকের সাথে মিলবে একাধিক অত্যাধুনিক ফিচার

রয়েল এনফিল্ড বুলেটকে টক্কর দেবার জন্য এবার ভারতের বাজারে বাজাজ লঞ্চ করে দিল তাদের নতুন অ্যাভেঞ্জার ৪০০ বাইক। এই বাইকে আপনারা নানা রকমের নতুন ফিচার পাবেন এবং এই বাইকের তুলনা সরাসরি করা হয়ে থাকে রয়েল এনফিল্ড এর মতো বাইকের সঙ্গে। বাজাজের তরফ থেকে এই বাইকের সম্বন্ধে বেশি কিছু তথ্য জানানো হয়েছে এবং বাজাজের এই বাইক তাদের গ্রাহকরা বেশ পছন্দ করে থাকেন। একটু কম টাকার মধ্যে রয়েল এনফিল্ড এর মত বাইকের সুবিধা এবং লুক অফার করে থাকে বাজাজের এভেঞ্জার। তার পাশাপাশি স্পেসিফিকেশন এর কথা বলতে গেলেও, বাজাজের এই বাইকটি অনেকটা রয়েল এনফিল্ড বুলেট এর মতোই। বাজাজের এই মডেল তাদের গ্রাহকরা বেশ পছন্দ করে থাকেন এই কারণেই। চলুন জেনে নেওয়া যাক এই বাইকের ফিচার এবং এই বাইকের এস্টিমেটেড অন রোড প্রাইস।

বাজাজ অ্যাভেঞ্জার বাইকের আগের এডিশন অর্থাৎ ক্রুজ বাইকটির দাম ছিল মোটামুটি ১.৪০ লক্ষ্য টাকার কাছাকাছি। এটি ছিল এই বাইকের এক্স শোরুম প্রাইস এবং এই বাইকটি বহু লোক এখনও ব্যবহার করেন রয়েল এনফিল্ড বাইকের বিকল্প হিসেবে। তবে বাজাজের নতুন অ্যাভেঞ্জার ৪০০ বাইকের দাম হবে একটু বেশি। রিপোর্ট অনুযায়ী এই বাইকের দাম থাকতে পারে ১.৫০ লক্ষ টাকার কাছাকাছি। দামের তুলনায় এই বাইকে অত্যাধুনিক কিছু ফিচার পাওয়া সম্ভাবনাও থাকছে।

মাইলেজ এর ব্যাপারে কথা বলতে গেলে এখনো পর্যন্ত বাজাজ এর তরফ থেকে এ ব্যাপারে কিছু ঘোষণা না করা হলেও, সম্ভবত এই বাইকে একটি ৩৭৩ সিসি ইঞ্জিন পাওয়া যাবে। অর্থাৎ মোটামুটি ৩০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ আপনি পেতে পারেন। এই ইঞ্জিনটি হবে একটি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৩৫ পিএস পাওয়ার জেনারেট করতে পারে এবং এই ইঞ্জিনের ম্যাক্সিমাম টর্কের ব্যাপারে বলতে গেলে, সর্বাধিক ৩৫ নিউটন মিটার পর্যন্ত আপনি টর্ক দেখতে পাবেন। এই বাইকে সামনে এবং পিছনে দুই দিকেই ডিস্ক ব্রেক থাকবে।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

Kristen Stewart Opens Up About Struggles of Being an Actress

Kristen Stewart has long been recognized as one of Hollywood’s most versatile talents. From her…

January 26, 2026

‘Burn’ Review: Nihilistic Shinjuku Odyssey Leaves a Lasting Mark

Makoto Nagahisa’s latest film Burn premiered at the 2026 Sundance Film Festival, delivering a haunting…

January 26, 2026

RHCP Bombshell: Producer Says Anthony Kiedis Can’t Hear Pitch — Is He Really Tone Deaf?

The Red Hot Chili Peppers are one of the most successful rock bands of all…

January 26, 2026

Anna Kendrick Opens Up About College Insecurities

Anna Kendrick is opening up about the insecurities she faced when she chose acting over…

January 26, 2026

SNL Cold Open Mocks Trump’s Obsession With Awards

Saturday Night Live took aim at President Donald Trump’s fixation on prizes and recognition in…

January 26, 2026

Teyana Taylor Learns of Oscar Nomination During SNL Bald Cap Fitting

Teyana Taylor’s journey to her first Academy Award nomination came with an unexpected twist —…

January 26, 2026