নয়াদিল্লি স্টেট প্রোগ্রাম কো-অর্ডিনেটর, ইয়ং ফেলো এবং ক্লাস্টার লেভেল রিসোর্স পার্সন পদে ৫১০ জনকে নিয়োগ করা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতী রাজ (NIRDPR)। আগামী ২ বছরের জন্য জাতীয় স্তরের ‘Creating Clusters of Model Gram Panchayats to Achieve Holistic & Sustainable Development through Institutional Strengthening of GPs and Enablement of Quality GPDP across India’ প্রোজেক্টে নেওয়া হবে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে নির্ধারিত ২৫০টি ক্লাস্টারে কাজ করতে হবে।
ইয়ং ফেলো: মোট শূন্যপদের সংখ্যা ২৫০টি, এর মধ্যে অসংরক্ষিত আসন সংখ্যা ১২৫, তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৩৮টি, তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ১৯টি, ওবিসিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৬৮টি।
প্রয়োজনীয় যোগ্যতা, বয়স ও বেতন (ইয়ং ফেলো): ইকনমিক্স/ রুরাল ডেভেলপমেন্ট/ রুরাল ম্যানজমেন্ট/ পলিটিক্যাল সায়েন্স/ সোশিওলজি/ অ্যানথ্রোপোলজি/ সোশ্যাল ওয়ার্ক/ ডেভেলপমেন্ট স্টাডিজ/ হিস্ট্রি এবং এই ধরনের বিষয়-সহ সোশ্যাল সায়েন্সর স্নাতকোত্তর হতে হবে। মাধ্যমিক অথবা সমতুল্য বোর্ডের পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ, উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য বোর্ডের পরীক্ষায় এবং স্নাতক, স্নাতকোত্তরে অন্তত ৫০ শতাংশ নম্বর থাকা চাই। আবেদনকারীর বয়স ১ নভেম্বর, ২০২০ তারিখ পর্যন্ত হিসেবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। চুক্তি ভিত্তিতে এই পদের পারিশ্রমিক মাসে ৩৫,০০০ টাকা।
ক্লাস্টার লেভেল রিসোর্স পার্সন: মোট শূন্যপদের সংখ্যা ২৫০টি, এর মধ্যে অসংরক্ষিত আসন সংখ্যা ১২৫টি, তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৩৮টি, তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ১৯টি, ওবিসিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৬৮টি।
এর মধ্যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, বিহার-সহ অন্যান্য রাজ্যে মোট যে ২৫০টি ক্লাস্টারে কাজ হবে তার তালিকা এবং প্রত্যেকটি পদের ক্ষেত্রে কাজের দায়িত্ব সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন এর অফিসিয়াল ওয়েবসাইট http://nirdpr.org.in/-এ। আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন জানাতে হবে। বিজ্ঞপ্তি নম্বর ১৬/ ২০২০।
The Marvel Rivals universe just got a jaw-dropping upgrade that has fans buzzing worldwide. Season…
The BYU basketball community was left stunned after a jaw-dropping incident involving one of its…
The Predator franchise has officially been reborn — and fans are calling it one of…
Hollywood is mourning the loss of one of its most respected behind-the-scenes talents. Mary Cybulski,…
Olivia Dean is officially going global — and fans are calling it one of the…
The music world is mourning the loss of a rock ’n’ roll legend. Dave Burgess,…